নেল্লোর(অন্ধ্রপ্রদেশ), 25 অক্টোবর : নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ন'জনকে গ্রেপ্তার করা হল ৷ ঘটনার প্রায় চার মাস পর তাদের গ্রেপ্তার করে পুলিশ ৷ অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার ঘটনা ৷ ধৃতদের নাম, সৈয়দ সলমন, কাতরাগাড্ডা শিবা কুমার, উন্নাম নবীন, বুরমাশেট্টি রবি তেজা, গোন্দি ভামসি কৃষ্ণা ৷ এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে কাশীরেড্ডি ব্রহ্মা রেড্ডি, ধানইয়াসি ডেবা প্রকাশ, রাভুরি অরবিন্দ ও কোমাতলা ইয়াকোনডালুকে ৷
অভিযোগ, ওই নাবালিকার আত্মীয় এক মহিলা তাকে জোর করে দেহ ব্যবসায় নামায় ৷ সূত্রের খবর, নাবালিকাকে পাঁচ দিনের জন্য দেহ ব্যবসার কাজে নামায় সে ৷ গোপন সূত্রে খবর পেয়ে 18 জুলাই মাডেভাপুরমের গ্রামে অভিযান চালায় পুলিশ ৷ সেখানেই একটি বাড়ি থেকে ওই নাবালিকাকে উদ্ধার করা হয় ৷ গ্রেপ্তার করা হয় চারজনকে ।