পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রেকর্ড সংক্রমণ ! একদিনে দেশে আক্রান্ত 83 হাজারের বেশি

24 ঘণ্টায় রেকর্ড হারে সংক্রমণ দেশে । 83 হাজার 883 জন কোরোনায় আক্রান্ত হয়েছে ।

covid 19
covid 19

By

Published : Sep 3, 2020, 10:09 AM IST

দিল্লি, 3 সেপ্টেম্বর : 24 ঘণ্টায় দেশে ফের রেকর্ড সংক্রমণ । একদিনে কোরোনায় আক্রান্ত হল 83 হাজারের বেশি । মৃত্যু হয়েছে 1 হাজার 43 জনের ।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, 24 ঘণ্টায় 83 হাজার 883 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । যা একদিনের নিরিখে সর্বোচ্চ । এখনও পর্যন্ত দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 38 লাখ 53 হাজার 407 ।

এদিকে সুস্থের সংখ্যাও প্রায় 30 লাখ ছুঁই ছুঁই । একদিনে সুস্থ হয়েছে 68 হাজার 584 জন । মোট কোরোনা মুক্তের সংখ্যা 29 লাখ 70 হাজার 492 । সক্রিয় আক্রান্ত 8 লাখ 15 হাজার 538 । কোরোনায় আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যু হয়েছে 67 হাজার 376 জনের ।

দেশে সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে মহারাষ্ট্র । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 8 লাখ 25 হাজার 739 । সক্রিয় আক্রান্ত 2 লাখ 2 হাজার 48 । মহারাষ্ট্রের পরই সর্বাধিক সংক্রমণ অন্ধ্রপ্রদেশে । সেখানে মোট সংক্রমিত 4 লাখ 55 হাজার 531 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 3 হাজার 76 । আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই তামিলনাড়ুও । সেখানে এখনও পর্যন্ত 4 লাখ 39 হাজার 959 জন কোরোনায় আক্রান্ত । সক্রিয় আক্রান্ত 52 হাজার 380 । সংক্রমণ বাড়ছে কর্নাটক , উত্তরপ্রদেশ , দিল্লিতেও ।

24 ঘণ্টায় 11 লাখ 72 হাজার 179 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । 2 সেপ্টেম্বর পর্যন্ত মোট 4 কোটি 55 লাখ 9 হাজার 380 নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ।

ABOUT THE AUTHOR

...view details