দিল্লি, 4 এপ্রিল : দেশে এখনও পর্যন্ত যতজন মানুষ কোরোনায় সংক্রমিত হয়েছে, তাদের বেশিরভাগেরই বয়স 21-40 বছরের মধ্যে । স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দেশে 42 শতাংশ সংক্রমিতের বয়সই 21 থেকে 40 বছরের মধ্যে । আর এই পরিসংখ্যানই নতুন করে চিন্তার ভাঁজ ফেলছে স্বাস্থ্যমন্ত্রকের কপালে । দ্বিতীয় সবথেকে বেশি সংক্রমণ ঘটেছে 41-60 বছরের মানুষের মধ্যে । সংক্রমিতদের 33 শতাংশ মানুষই রয়েছে এই বয়সের মধ্যে ।
COVID 19 প্যানডেমিকের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে আপাতভাবে বয়স্কদের শরীরে সংক্রমণের প্রবণতা বেশি দেখা গেছিল । কিন্তু আজ স্বাস্থ্যমন্ত্রকের তরফে যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে, সেই ছবিটা কিন্তু পুরোপুরিই আলাদা । দেশে ষাটোর্ধ্ব মানুষদের মধ্যে সংক্রমিত হয়েছে মাত্র 17 শতাংশ ।
স্বাস্থ্যমন্ত্রকের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী,
- সংক্রমিতদের মধ্যে 9 বছরের কম বয়সি রয়েছে 2.5 শতাংশ ।
- 10 বছর থেকে 19 বছর পর্যন্ত রয়েছে 5 শতাংশ ।
- 20 বছর থেকে 29 বছরের মধ্যে রয়েছে 20.8 শতাংশ ।
- 30 বছর থেকে 39 বছর বয়সের সংক্রমিত রয়েছে 21.7 শতাংশ ।
- 40-49 বছর বয়সের মধ্যে রয়েছে 17.4 শতাংশ ।
- 50-59 বছর বয়সের মানুষের মধ্যে এখনও পর্যন্ত সংক্রমিত হয়েছে 13.3 শতাংশ ।
- 60 বছর থেকে 69 বছরের মধ্যে রয়েছে 13.2 শতাংশ ।
- 70 বছর থেকে 79 বছরের মধ্যে রয়েছে 4.3 শতাংশ ।
- 80 বছর থেকে 89 বছরের মধ্যে রয়েছে 1.1 শতাংশ ।
- 90-99 বছর বয়সের মধ্যে রয়েছে 0.1 শতাংশ ।