দিল্লি, 22 মার্চ : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে জনতা কারফিউ ৷ কোরোনা নিয়ে বাড়তে থাকা আতঙ্কের মধ্যেই এবার খানিক স্বস্তির বার্তা দিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) ৷ ICMR -এর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব আজ বললেন, "যারা যারা কোরোনায় আক্রান্ত হয়েছে তাদের মধ্যে শতকরা 80 ভাগ মানুষ ঠান্ডা ও হালকা জ্বর অনুভব করতে পারে ৷ তবে এরা সকলেই নিজে থেকেই আবার সুস্থ হয়ে উঠবে ৷"
দিল্লিতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে আজ বলরাম ভার্গব বলেন, "বাকি 20 শতাংশ মানুষও একইরকম সর্দি-কাশি ও জ্বর অনুভব করতে পারে ৷ তাঁদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভরতি করতে হতে পারে ৷"
তিনি আরও বলেন, "যে পাঁচ শতাংশ মানুষ হাসপাতালে ভরতি হবেন, তাঁদের যথোপোযুক্ত চিকিৎসা করা হবে ৷" ICMR -এর তরফে এখনও পর্যন্ত প্রায় 17 হাজার মানুষের শারীরিক পরীক্ষা করা হয়েছে ৷ সেই প্রসঙ্গ টেনে ICMR-এর ডিরেক্টর জেনারেল বলেন, "আমাদের প্রতিদিন 10 হাজার মানুষের স্বাস্থ্যপরীক্ষা করার মতো পরিকাঠামো রয়েছে ৷ সেই হিসাবে দেখলে প্রতি সপ্তাহে আমরা প্রায় 70 হাজার মানুষের স্বাস্থ্যপরীক্ষা করতে পারব ৷