পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

74 বছর আগে আজকের দিনেই প্রতিষ্ঠিত হয়েছিল আজ়াদ হিন্দ বাহিনীর সরকার

ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষদিকে নেতাজি আজ়াদ হিন্দ বাহিনী সিঙ্গাপুরে নেতাজি সুভাষ চন্দ্র বোসের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা করেন ।

ফাইল ফোটো

By

Published : Oct 21, 2019, 7:57 PM IST

দিল্লি, 21 অক্টোবর : 74 বছর আগে আজকের দিনেই আজাদ হিন্দ বাহিনীর অস্থায়ী সরকার প্রতিষ্ঠা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস । আজ়াদ হিন্দ বাহিনীর এই সরকার আর্জ়ি হুকুমত-এ-আজ়াদ হিন্দ নামে পরিচিত ছিল । এই সরকারকে সেইসময় সমর্থন জানিয়েছিল জাপান, জার্মান ও ইতালির সরকার । ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে 1943 সালে এই সরকার প্রতিষ্ঠা করা হয় ।

নেতাজি বিশ্বাস করতেন একমাত্র সশস্ত্র সংগ্রামের দ্বারাই ভারত স্বাধীনতা অর্জন করতে পারবে । তিনি জাতীয় কংগ্রেসের চরমপন্থী শিবিরের নেতাও ছিলেন । 1938 ও 1939 সালে কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হন তিনি । কিন্তু মহাত্মা গান্ধি ও কংগ্রেসের নরমপন্থী শিবিরের নেতাদের সঙ্গে মতবিরোধের ফলে তাঁকে পদ ছাড়তে হয় ।

আজ়াদ হিন্দ বাহিনীর এই অস্থায়ী সরকারের নেতৃত্বে বিদেশে বসবাসকারী ভারতীয়রা ঐক্যবদ্ধ হন । মালয় (বর্তমান মালয়েশিয়া) ও বার্মা ( বর্তমান মায়ানমার)-য় বসবাসকারী কয়েক হাজার ভারতীয় স্বেচ্ছাসেবক হিসেবে এই বাহিনীতে যোগ দেন ।

আজ়াদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠার সময় নেতাজি বলেন, "স্বাধীনতার এই যুদ্ধে আমাদের মধ্যে কতজন বাঁচবেন জানি না । কিন্তু আমি জানি যে, অবশেষে আমরাই জিতব । আমাদের কাজ সেদিন শেষ হবে যেদিন আমাদের যোদ্ধারা দিল্লির লালকেল্লা বা রেড ফোর্টে ভারতের পতাকা ওড়াবে । নিজের রক্ত দিয়ে হলেও আমাদের স্বাধীনতা অর্জন করতে হবে ।"

আজ়াদ হিন্দ বাহিনীর এই অস্থায়ী সরকারে নেতাজি ছিলেন প্রধানমন্ত্রী এবং যুদ্ধ ও বিদেশ বিষয়ক মন্ত্রী । ক্যাপ্টেন লক্ষ্মী ছিলেন মহিলা সংগঠনের প্রধান । অন্যদিকে এস এ আইয়ার প্রচার শাখার প্রধান ছিলেন । রাসবিহারী বোস ছিলেন এই বাহিনীর প্রধান উপদেষ্টা ।

আজাদ হিন্দ বাহিনীর 75তম বর্ষপূর্তি উপলক্ষ্যে সর্বভারতীয় যুবলিগের জাতীয় সভাপতি সঞ্জয় ভট্টাচার্য একটি বিবৃতিতে বলেন, "যাঁরা ভারতের স্বাধীনতা যুদ্ধে শহিদ হয়েছেন তাঁরা সবাই চিরস্মরণীয় হয়ে থাকবেন । আমরা সবাইকে স্যালুট জানাচ্ছি । "

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details