দিল্লি, 21 অক্টোবর : 74 বছর আগে আজকের দিনেই আজাদ হিন্দ বাহিনীর অস্থায়ী সরকার প্রতিষ্ঠা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস । আজ়াদ হিন্দ বাহিনীর এই সরকার আর্জ়ি হুকুমত-এ-আজ়াদ হিন্দ নামে পরিচিত ছিল । এই সরকারকে সেইসময় সমর্থন জানিয়েছিল জাপান, জার্মান ও ইতালির সরকার । ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে 1943 সালে এই সরকার প্রতিষ্ঠা করা হয় ।
নেতাজি বিশ্বাস করতেন একমাত্র সশস্ত্র সংগ্রামের দ্বারাই ভারত স্বাধীনতা অর্জন করতে পারবে । তিনি জাতীয় কংগ্রেসের চরমপন্থী শিবিরের নেতাও ছিলেন । 1938 ও 1939 সালে কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হন তিনি । কিন্তু মহাত্মা গান্ধি ও কংগ্রেসের নরমপন্থী শিবিরের নেতাদের সঙ্গে মতবিরোধের ফলে তাঁকে পদ ছাড়তে হয় ।
আজ়াদ হিন্দ বাহিনীর এই অস্থায়ী সরকারের নেতৃত্বে বিদেশে বসবাসকারী ভারতীয়রা ঐক্যবদ্ধ হন । মালয় (বর্তমান মালয়েশিয়া) ও বার্মা ( বর্তমান মায়ানমার)-য় বসবাসকারী কয়েক হাজার ভারতীয় স্বেচ্ছাসেবক হিসেবে এই বাহিনীতে যোগ দেন ।