কুলগাম, ১০ ফেব্রুয়ারি : জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হল পাঁচ জঙ্গির। বাকি জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে।
ভোর থেকে গুলির লড়াই কুলগামে, নিকেশ ৫ জঙ্গি - kulgam
জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হল পাঁচ জঙ্গির।
নিরাপত্তা বাহিনীর ফাইল ফোটো
আজ কুলগামের কেল্লাম দেবসার গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করেন সেনা জওয়ানরা। সেই সময়, জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা গুলি চালান জওয়ানরাও। দফায় দফায় দু'পক্ষের মধ্যে গুলি বিনিময় চলে।
এখনও চলছে লড়াই। গোটা এলাকা ঘিরে রেখেছেন জওয়ানরা।