দিল্লি, 4 নভেম্বর : দেশে মোট আক্রান্তের সংখ্যা 83 লাখ পেরোল । তবে দৈনিক সংক্রমণের হার কম । গত এক মাসে দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখী । কিন্তু গতকালের থেকে আজ সংক্রমণের হার 20 শতাংশ বেশি । 24 ঘণ্টায় 46 হাজারের বেশি কোরোনায় আক্রান্ত হয়েছে ।
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, 24 ঘণ্টায় কোরোনায় সংক্রমিত হয়েছে 46 হাজার 254 । মোট আক্রান্তের সংখ্যা 83 লাখ 13 হাজার 877 ।
গতকালের থেকে আজ দৈনিক সংক্রমণের হার 20 শতাংশ বেশি । গতকাল কোরোনায় আক্রান্ত হয়েছিল 38 হাজার 310 । তবে দৈনিক সুস্থতার হার ছাপিয়ে গিয়েছে সংক্রমণকে । 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 53 হাজার 357 জন । এখনও পর্যন্ত মোট 76 লাখ 56 হাজার 478 জন সুস্থ হয়ে উঠেছে ।
24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 514 জন কোরোনা আক্রান্তের । মোট মৃত্যু 1 লাখ 23 হাজার 611 । তবে সক্রিয় আক্রান্তের সংখ্যা সাড়ে 5 লাখেরও নিচে । আজ দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা 5 লাখ 33 হাজার 787 ।
সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । মোট আক্রান্তের সংখ্যা 16 লাখ 92 হাজার 693 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 17 হাজার 168 । দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক । মোট কোরোনা আক্রান্ত 8 লাখ 32 হাজার 396 । সক্রিয় আক্রান্ত 40 হাজার 414 । সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 8 লাখ 30 হাজার 731 । সক্রিয় আক্রান্ত 21 হাজার 672 ।
3 নভেম্বর পর্যন্ত 11 কোটি 29 লাখ 98 হাজার 959 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । 24 ঘণ্টায় মোট 12 লাখ 9 হাজার 609 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) ।