পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অসমে লকডাউন ভেঙে গ্রেপ্তার 3,673 জন - coronavirus

গতকাল পর্যন্ত অসমে লকডাউন ভঙ্গ করার জন্য গ্রেপ্তার করা হয়েছে 3 হাজার 673 জনকে । এবং ফাইন করা হয়েছে 1.62 কোটি টাকার ।

ছবি
ছবি

By

Published : May 2, 2020, 4:20 PM IST

গুয়াহাটি (অসম), 2 মে : কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন । সরকারের তরফে একাধিকবার লকডাউনের নিয়ম মেনে চলার কথা বলা হয়েছে । এরপরও সেই কথা উপেক্ষা করে চলেছে অনেকে । যার জেরে কড়া পদক্ষেপ করছে দেশের প্রতিটি রাজ্যের সরকার । অসম পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত লকডাউন ভঙ্গ করার অভিযোগে 3 হাজার 673 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জরিমানা করা হয়েছে 1.62 কোটি টাকার ।

পুলিশ সূত্রে খবর, লকডাউন শুরুর পর থেকে 2 হাজার 532টি ঘটনার জন্য 1 হাজার 690টি মামলা নথিভুক্ত করা হয়েছে । এখনও পর্যন্ত মোট 3 হাজার 673 জনকে গ্রেপ্তার করা হয়েছে । এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে 22 হাজার 367টি যানবাহন ও 32টি নৌকা বাজেয়াপ্ত করা হয়েছে ।

শুধু তাই নয়, গুজব ছাড়ানোর ক্ষেত্রেও অসম পুলিশ কড়া পদক্ষেপ করছে । সোশাল মিডিয়ায় কোরোনা নিয়ে উস্কানিমূলক মন্তব্য বা ভুয়ো খবর ছড়ালে পুলিশ তৎক্ষণাৎ পদক্ষেপ করছে । রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, গুজব ছড়ানোয় 49 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 94 টি মামলা রুজু করা হয়েছে । কোরোনা প্রতিরোধের জন্য 12টি জেলার মোট 27টি জায়গা সিল করে দেওয়া হয়েছে । এর সঙ্গে ওই এলাকাগুলিকে কনটেইনমেন্ট জো়ন হিসাবে চিহ্নিত করা হয়েছে ।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিভাগ সূত্রে খবর, রাজ্যে 10 হাজার 875 টি কোরোনা টেস্ট করা হয়েছে । তার মধ্যে 42 জনের কোরোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে । মৃত্যু হয়েছে 1 জনের । সুস্থ হয়ে উঠেছেন 32 জন ।

ABOUT THE AUTHOR

...view details