বেঙ্গালুরু, ১৪ মার্চ : "আমরা যদি ক্ষমতায় আসি, সরকারি চাকরিক্ষেত্রে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে।" নির্বাচনী প্রচারে এসে গতকাল কন্যাকুমারীর নাগেরকয়েলের এক জনসভায় একথা বলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। তিনি আরও বলেন, "২০১৯ লোকসভা নির্বাচনের পর কংগ্রেস সরকার ক্ষমতায় এলে প্রথমেই এই বিল সই করবে।" গতকালের সভা থেকে মহিলা সংরক্ষণ বিল বাস্তবায়ন করার প্রতিশ্রুতিও দেন তিনি।
ক্ষমতায় এলেই সরকারি চাকরিক্ষেত্রে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ : রাহুল
ক্ষমতায় এলে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ দেওয়ার কথা বললেন রাহুল গান্ধি।
তামিলনাড়ু, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে নির্বাচনী জোটের সাফল্যের বিষয়ে আশাবাদী রাহুল গান্ধি বলেন, "শুধুমাত্র BJP-র কোনও জোট নেই। কংগ্রেস নেতৃত্বাধীন UPA সরকার নির্বাচনে জয়লাভ করবে। এবং নতুন সরকার রাফাল দুর্নীতির তদন্ত করবে।"
কংগ্রেস সভাপতি সকালেই চেন্নাইয়ের স্টেলা মেরিস কলেজে ফর ওমেনে ছাত্রীদের সঙ্গে কথা বলতে গিয়ে সরকারি চাকরিক্ষেত্রে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণের কথা বলেন। পরে শহরে এসে সাংবাদিক বৈঠকেও একই কথা বলেন তিনি। বলেন, "সংসদে আমরা শুধু মহিলা সংরক্ষণ বিল পাস করব না। এটি লোকসভা, রাজ্যসভা, বিধানসভাতেও বাস্তবায়ন করব।"