পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

তিন রাজ্যে ঝড় ও বৃষ্টিতে মৃত কমপক্ষে 33 - rain

মধ্যপ্রদেশ, রাজস্থান ও গুজরাতে প্রবল ঝড় ও বৃষ্টিতে মৃত্যু হয়েছে 33 জনের। ক্ষতিগ্রস্ত হয়েছে তিন রাজ্যের বিস্তীর্ণ এলাকা।

ছবি সৌজন্যে ANI

By

Published : Apr 17, 2019, 12:06 PM IST

জয়পুর, ভোপাল ও আহমেদাবাদ, 17 এপ্রিল : মধ্যপ্রদেশ, রাজস্থান ও গুজরাতের বিস্তীর্ণ এলাকায় গত দু'দিনে প্রবল ঝড় ও বৃষ্টি হয়েছে। এর জেরে তিন রাজ্যে কমপক্ষে 33 জনের মৃত্যু হয়েছে।

মধ্যপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ে মৃত্যু হয়েছে 16 জনের। প্রাকৃতিক দুর্যোগের কবলে রাজস্থানেরও একাধিক এলাকা। সেখানে চিতরগড়, আজমের, শ্রীগঙ্গানগর, কোটা, পিলানিতে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে স্বাভাবিক জনজীবন। বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ।

এদিকে ধুলোর ঝড়ের কবলে গুজরাতের একাধিক এলাকা। হিম্মতনগর টাউনে আজ নরেন্দ্র মোদির সভা রয়েছে। ঝড়ে ছাউনির একটা বড় অংশ ভেঙে পড়েছে। ঝড় ও বৃষ্টিতে গুজরাতে মৃত্যু হয়েছে কমপক্ষে 11 জনের।

ABOUT THE AUTHOR

...view details