দিল্লি, 16 জুলাই : আনলকের দ্বিতীয় পর্বে পুরোপুরি স্বাভাবিক সমস্ত পরিষেবা । এই পরিস্থিতি ক্রমেই রেকর্ড হারে বাড়ছে দেশের কোরোনা আক্রান্তের সংখ্যা । গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 32 হাজার 695 জন । যা এখনও পর্যন্ত দেশে একদিনে আক্রান্তের নিরিখে সর্বোচ্চ । এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 9 লাখ 68 হাজার 876 । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 606 জনের । এই নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়াল 24 হাজার 915 । এখনও পর্যন্ত সুস্থ হয়েছে 6 লাখ 12 হাজার 815 জন ।
আক্রান্তের নিরিখে অ্যামেরিকা, ব্রাজ়িলের পরই বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত । দেশে আক্রান্তের সংখ্যা বেশি হয়েছে মহারাষ্ট্রে । সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে মুম্বইয়ে । এখনও পর্যন্ত এরাজ্যে 2 লাখ 75 হাজার 640 জনের শরীরে কোরোনা সংক্রমণ মিলেছে । গত 24 ঘণ্টায় এরাজ্যে আক্রান্ত হয়েছে আরও 7 হাজার 975 জন । তারপরই রয়েছে তামিলনাড়ু । গত 24 ঘণ্টায় এরাজ্যে আক্রান্ত হয়েছে 4 হাজার 496 জন । যা নিয়ে এখানে মোট কোরোনা আক্রান্ত এক লাখ 51 হাজার 820 ।