পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পুলওয়ামায় খতম 3 জঙ্গি - 3 terrorists killed in encounter

পুলওয়ামার ট্রালে সেনা ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম তিন জঙ্গি ।

ছবি
ছবি

By

Published : Feb 19, 2020, 8:30 AM IST

শ্রীনগর, 19 ফেব্রুয়ারি : পুলওয়ামায় সেনা ও নিরাপত্তারক্ষীর গুলিতে খতম তিন জঙ্গি । মৃতদের নাম জাহাঙ্গির রফিক ওয়ানি, রাজা উমর মকবুল ভাট ও উজ়ের আমিন ভাট ।

আজ ভোররাতে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার ট্রালে সেনা ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলে । শেষমেশ জাহাঙ্গির, রাজা ও উজ়ের নামে তিন জঙ্গি খতম হয় । এরা সকলেই আনসার গাজ়ওয়া উল হিন্দ জঙ্গি সংগঠনের সদস্য ।

এলাকায় আরও জঙ্গিদের উপস্থিতির আশঙ্কায় তল্লাশি অভিযান জারি রেখেছে সেনা ৷

ABOUT THE AUTHOR

...view details