ওয়ারাঙ্গল, 22 মে : আবারও কুয়ো থেকে উদ্ধার হল মৃতদেহ । গতকাল 4 জনের দেহ উদ্ধার হয় ৷ আজ নতুন করে আরও 5 জনের মৃতদেহ পাওয়া যায় তেলাঙ্গানার ওয়ারাঙ্গল জেলার গোরেকুন্টা এলাকার কুয়ো থেকে ৷ তদন্তের স্বার্থে ডগ স্কোয়াডকে কাজে লাগিয়েছে পুলিশ । অর্থাৎ দু'দিনে একই কুয়ো থেকে 9 জনের মৃতদেহ উদ্ধার হল ৷
গতকাল যে মৃতদেহগুলি উদ্ধার হয়েছিল তাঁদের নাম মকসুদ, তাঁর স্ত্রী নিশা ও তাঁদের সন্তান বুশরুহ ৷ মৃত চতুর্থজন মকসুদের নাতি ৷ আজ যে মৃতদেহগুলি উদ্ধার হয় তাঁদের মধ্যে দুজন মকসুদের পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ ৷ বাকি দুইজনের নাম শাকিল ও শ্রীরাম ৷ পঞ্চমজন স্থানীয় বাসিন্দা ৷ পৌরকর্মীদের সাহায্যে মৃতদেহগুলি উদ্ধার করা হয় । ময়নাতদন্তের জন্য দেহগুলি MGM মর্গে ময়নাতদন্তের জন্য পাছানো হয় ৷
জানা যাচ্ছে, মকসুদের পরিবারের সদস্যরা 20 বছর ধরে ওয়ারাঙ্গল জেলার শিবনগর এলাকায় ভাড়া থাকতেন । লকডাউনের জন্য কয়েকদিন আগে একটি গুদামে আশ্রয় নিয়েছিলেন তাঁরা ।
তদন্তে নেমে ধোঁয়াশায় পুলিশ ৷ 6 জন একই পরিবারের সদস্যের কীভাবে কুয়োতে ডুবে মৃত্যু হল তা ভাবাচ্ছে তদন্তকারীদের ৷ মকসুদের পরিবারের সদস্যদের সঙ্গে অন্য তিনজনের মৃত্যুর যোগসূত্রও খোঁজার চেষ্টা হচ্ছে ৷ প্রথমে পুলিশ মনে করেছিল, সবাই আত্মহত্যা করেছে ৷ কিন্তু, প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, কোনও মৃতদেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি ৷ ফলে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যাবে না ৷
এদিকে পরপর 9টি মৃতদেহ উদ্ধারের পর ওই কুয়োর জল তোলার কাজ শুরু হয়েছে ৷ মন্ত্রী এরাবেল্লি দয়াকর আজ ঘটনাস্থানে যান ৷ তিনি পুলিশকে তদন্তের নির্দেশ দেন ৷