শ্রীনগর, 6 জুন : সময় মতো পদক্ষেপ করায় ত্রালের তিনজনকে জম্মু-কাশ্মীরে জঙ্গি হিসেবে যোগ দেওয়া থেকে আটকাতে সক্ষম হল নিরাপত্তা বাহিনী । তিনজনের মধ্যে একজন কিশোর রয়েছে । ঘটনায় জঙ্গিদের সাহায্যকারী দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
ত্রালে জঙ্গিগোষ্ঠীতে যোগ দিতে যাওয়া ৩ জনকে আটকাল পুলিশ
ত্রালের দুই যুবক ও এক কিশোরকে জঙ্গিগোষ্ঠীতে যোগ দেওয়া থেকে আটকাল পুলিশ । ঘটনায় দু'জন সাহায্যকারীকে গ্রেপ্তার করা হয়েছে ।
সূত্রের খবর দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে তিনজনের জঙ্গিগোষ্ঠীতে যোগ দেওয়ার কথা ছিল । পুলিশ এই ঘটনার কথা গোপন সূত্রে জানতে পারে ।পুলিশ জানিয়েছে, স্থানীয় দুই সাহায্যকারীর মাধ্যমে ওই তিনজন জঙ্গিদের সঙ্গে যোগাযোগ করেছে । এরপর ইলিয়াস আমিন ওয়ানি (21), আবরার আহমেদ রেশি (17) এবং উবেইদ আহমেদ শাহ (19)কে থানায় নিয়ে গিয়ে জঙ্গিগোষ্ঠীতে যোগ না দেওয়ার জন্য কাউন্সিলিং করানো হয় । এরপর তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয় । এই ঘটনায় দুই জঙ্গি সাহায্যকারী রিজ়ওয়ান আহমেদ ওয়ানি এবং আহমেদ চোপানকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
সূত্রের খবর, ত্রালের পান্নের, মান্দুর, চাঙ্কিত্রার ও রাতসুনায় লস্কর-ই-তইবা ও হিজবুল মুজাহিদিন জঙ্গিগোষ্ঠী সদস্যদের আশ্রয় ও প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করত রিজওয়ান ও আহমেদ । ত্রাল থানায় এই দু'জনের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে ।