কাঠমাণ্ডু (নেপাল) , 13 সেপ্টেম্বর : নেপালের সিন্ধুপালচক জেলায় ভূমিধস ৷ লাগাতার বৃষ্টির জেরে গতকাল রাতে বারহাবিস গ্রামীণ পৌরসভার ভিড়খারকা এলাকায় ধস নামে ৷ ঘটনায় এলাকার নয়টি বাড়ি ভেসে গেছে ৷যার জেরে কমপক্ষে তিন জনের মৃত্যু হয়েছে ৷ প্রায় 24 জনের বেশি মানুষ নিখোঁজ ৷
নেপালে ভূমিধসে মৃত 3, নিখোঁজ বহু - dozens missing in Nepal landslide
লাগাতার বৃষ্টির জেরে গতকাল রাতে সিন্ধুপালচক জেলায় বারহাবিস গ্রামীণ পৌরসভার ভিড়খারকা এলাকায় ধস নামে ৷ বারহাবিস গ্রামীণ পৌরসভার চেয়ারম্যান নিম ফিনজো শেরপা বলেন , " নয়টি বাড়ি ধ্বংস হয়ে যাওয়ার তথ্য আমরা পেয়েছি ৷ আমাদের আশঙ্কা , প্রায় 20-25 জন নিখোঁজ রয়েছে । আমরা ক্ষতির সঠিক বিবরণ এখনও পাইনি ৷"
নেপালে ভূমিধসে মৃত 3
এই প্রসঙ্গে বারহাবিস গ্রামীণ পৌরসভার চেয়ারম্যান নিম ফিনজো শেরপা বলেন , "ন'টি বাড়ি ধ্বংস হয়ে যাওয়ার তথ্য আমরা পেয়েছি ৷ আমাদের আশঙ্কা , প্রায় 20-25 জন নিখোঁজ । তবে ক্ষয়ক্ষতির সঠিক বিবরণ এখনও পাইনি ৷" পাশাপাশি তিনি জানান, ঘটনাস্থানে যাওয়ার উদ্দেশে রওয়া দিয়েছেন তিনি ৷
ইতিমধ্যেই নেপাল সেনার একটি দল ঘটনাস্থানে পৌঁছেছে ৷ তারা উদ্ধারকাজ শুরু করবে ৷ নেপাল পুলিশের একটি দল খুব তাড়াতাড়ি ঘটনাস্থানে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে ৷