পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ATM লুটের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার তিন যুবক - ATM

উত্তরপ্রদেশের আলিগড়ে ATM লুটের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার তিন যুবক। গত মে মাসে ATM লুটের চেষ্টা করে তিন যুবক।

3 held for attempted ATM robbery in Aligarh
3 held for attempted ATM robbery in Aligarh

By

Published : Jun 12, 2020, 6:37 PM IST

আলিগড়(উত্তরপ্রদেশ), 12 জুন:ATM-এ ডাকাতির চেষ্টার অভিযোগ। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরপ্রদেশের আলিগড়ের ঘটনা।

উল্লেখ্য, গত মে মাসে এলাকার একটি ATM-এ ডাকাতির চেষ্টা করে তিন যুবক। আলিগড়ের পুলিশ সুপার জানান, “গত মে মাসে একটি ATM ডাকাতির চেষ্টা করে অভিযুক্ত তিন যুবক। কন্ট্রোল রমের বিষয়টি নজরে আসতেই অভিযুক্ত তিনজন মোটর বাইকে পালিয়ে যায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ 10 জুন ওই তিন যুবককে গ্রেপ্তার করে।”

পাশাপাশি তিনি বলেন, “ধৃতদের মধ্যে 2 জন হোটেলে কাজ করে। অপরএকজন মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মী।”

ABOUT THE AUTHOR

...view details