পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

COVID 19 : ইরানে আটকে পড়া 234জন ভারতীয়কে দেশে ফেরাল কেন্দ্র - কোরোনা আতঙ্ক

কোরোনা ভাইরাস নিয়ে আতঙ্কে রয়েছে সারা বিশ্ব ৷ বিভিন্ন দেশে আটকে পড়েছেন বিভিন্ন দেশের মানুষ ৷ আজ ইরান থেকে 234জন আটকে পড়া ভারতীয়কে দেশে ফেরাল কেন্দ্রীয় সরকার ৷ আজ সকালে একথা টুইট করে জানান বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

By

Published : Mar 15, 2020, 6:16 AM IST

দিল্লি, 15 মার্চ : কোরোনা ভাইরাসের জন্য ইরানে আটকে পড়া 234জন ভারতীয়কে দেশে ফেরানো হল ৷ আজ দিনের শুরুতেই একথা জানালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷

একটি বিমানে করে ভারতীয়দের ইরান থেকে মুম্বই নিয়ে আসা হয় ৷ এই 234জনের মধ্যে 131জন পড়ুয়া রয়েছেন ৷ বাকিরা দর্শণার্থী ৷ সকলকে এদেশে ফিরতে সাহায্য করায় ইরান সরকারকে ধন্যবাদও জানিয়েছেন জয়শংকর ৷

বিদেশমন্ত্রী টুইট করেন, "ইরান থেকে 234জন ভারতীয় এদেশে এসে পৌঁছেছে ৷ তাঁদের মধ্যে 131জন পড়ুয়া ও 103জন দর্শনার্থী রয়েছেন ৷ ধন্যবাদ ইরান সরকার ৷"

ইরানে এখনও পর্যন্ত 12,729জন কোরোনায় আক্রান্ত এবং 611 জনের মৃত্যু হয়েছে ৷ এর আগেও বিগত কয়েকদিনে ভারতীয়দের ইরান থেকে দেশে ফেরানো হয়েছে ৷ মঙ্গলবার সি17 সেনাবিমানে 58জন ভারতীয়কে নিয়ে আসা হয় ৷ এরপর শুক্রবার আরও 44জন ভারতীয়কে নিয়ে আসা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details