পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রেমিকার বয়স 60, হয়েছে FIR; হাত ছাড়তে নারাজ বছর বাইশের যুবক - UP Love Story

বার বার করে পরিবারের লোকেরা বলেছিল যে তারা কিছুতেই মেনে নেবে না ৷ কিন্তু তারপরেও একে অপরের হাত ছাড়েননি ৷ 60 বছরের প্রেমিকার পরিবারের লোকেরা যুবকের বিরুদ্ধে থানায় পর্যন্ত গিয়েছে ৷ প্রেমের কাছে হার মানছেন সবাই ৷

UP love story
প্রতীকি ছবি

By

Published : Jan 24, 2020, 3:12 PM IST

আগ্রা, 24 জানুয়ারি : মহিলার বয়স 60 ৷ আছে সাত ছেলে, রয়েছে সাত নাতি-নাতনিও ৷ কিন্তু মন কি আর সে বয়সের বাধা মানে? 22 বছরের এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি ৷ বিয়ে করতে চান দু'জন ৷ আর এতেই সব সমস্যার শুরু ৷

ঘটনাটি আগ্রার প্রকাশনগরের আত্মাদুদাউল্লা থানা এলাকার ৷ মহিলা বা যুবক কারও বাড়ি থেকেই এই সম্পর্কটি মেনে নেয়নি ৷ দু'জনের বাড়ি থেকেই বেশ কয়েকবার বোঝানোর পরেও কোনও লাভ হয়নি ৷ এরপর ওই মহিলার স্বামী ও তাঁর ছেলেরা থানায় যায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ জানাতে ৷ ঠিক সেই সময়েই পরিবারসহ থানায় গিয়ে হাজির হয় যুবকও ৷ দু'পক্ষের মধ্যে বাদানুবাদও হয় থানাতে ৷

থানায় ওই যুগল জানায়, তাঁরা দু'জনে বিয়ে করতে চান ৷ থানার মধ্যেই মহিলা ও যুবক, দু'জনের পরিবারই মধ্যস্থতা করার চেষ্টা করে ৷ বার বার করে পরিবারের লোকেরা বলে যে তাঁরা কিছুতেই মেনে নেবেন না এই সম্পর্ক ৷ পুলিশও বার বার বোঝানোর চেষ্টা করে ৷ কিন্তু লাভ কিছুই হয় না ৷ মহিলা ও যুবক দু'জনেই বিয়ের ব্যাপারে বদ্ধপরিকর ৷

বারবার বলার পরেও কোনও ফল না হওয়ায় এলাকায় শান্তিভঙ্গের জন্য ওই যুবকের বিরুদ্ধে FIR নথিভুক্ত করেছে পুলিশ ৷ যদিও প্রেমের ক্ষেত্রে বয়স শুধুমাত্র একটা সংখ্যা, এই ঘটনাই তার প্রমাণ ৷

ABOUT THE AUTHOR

...view details