জয়পুর, 20 ডিসেম্বর : 2008 সালে জয়পুরে বোমা বিস্ফোরণ মামলায় 4 দোষীসাব্যস্তকে ফাঁসির সাজা শোনাল জয়পুরের বিশেষ আদালত ৷ দোষীসাব্যস্তরা হল সারভার আজ়মি, মহম্মদ সইফ, সাইফুর রহমান এবং সলমান ৷
জয়পুর বিস্ফোরণে 4 দোষীসাব্যস্তর ফাঁসির সাজা - hanging
2008 সালে জয়পুরে বোমা বিস্ফোরণ মামলায় 4 দোষীসাব্যস্তকে ফাঁসির সাজা শোনাল জয়পুরের বিশেষ আদালত ৷
2008 সালে জয়পুর বিস্ফোরণ প্রাণ কেড়েছিল 80 জনের । জখম হন প্রায় 170 জন । মৃত্যু মিছিল থমকে দিয়েছিল দেশকে । প্রথমে ত্রিপলিয়া বাজার, তারপর একে একে হনুমান মন্দির, মানস চক, বড় চৌপলসহ জয়পুরের আরও কয়েক জায়গায় বিস্ফোরণ হয় । একটি বিস্ফোরণস্থান থেকে উদ্ধার হয় সাইকেল । তাতেই RDX রাখা ছিল বলে পরে মনে করে তদন্তকারী আধিকারিকরা । গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজনকে । অভিযোগের আঙুল ওঠে ইন্ডিয়ান মুজাহিদিনের বিরুদ্ধে ।
পুরো ঘটনাটি আজ়মগড়, উত্তরপ্রদেশের মহম্মদ আতিনের মস্তিস্কপ্রসূত বলে মনে করা হয় । তবে, এই আতিন ও তার এক সঙ্গী বাতলা হাউজ় বিস্ফোরণে খতম হয় । বাকি থাকে 8 জন । তাদের মধ্যে একজনকে তথ্য প্রমাণের অভাবে ছেড়ে দেওয়া হয় । তিন জন তিহার জেলে রয়েছে ৷ আর আজ চারজনের ফাঁসির সাজা শোনালেন বিশেষ বিচারক অজয়কুমার শর্মা ।