পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বডগামে নিকেশ ২ জঙ্গি - army

বডগামের গোপালপোরা এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় নিরাপত্তাবাহিনী। ২ জঙ্গিকে নিকেশ করে নিরাপত্তাবাহিনী।

By

Published : Feb 13, 2019, 8:49 AM IST

Updated : Feb 13, 2019, 10:25 AM IST

শ্রীনগর, ১৩ ফেব্রুয়ারি : জম্মু ও কাশ্মীরের বডগাম জেলায় ২ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তাবাহিনী। মৃত ২ জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি। তাদের কাছ থেকে বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করেছে নিরাপত্তাবাহিনী।

বডগামের গোপালপোরা এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় নিরাপত্তাবাহিনী। আজ ভোরে এলাকাটি ঘিরে ফেলে তারা। এলাকাটি ঘিরে ফেলার পরই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। দু'পক্ষের গুলির লড়াই শুরু হয়। নিহত হয় ২ জঙ্গি। তারা কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, তা জানার চেষ্টা চলছে।

গতকাল পুলওয়ামা জেলায় হিজ়বুল মুজাহিদিনের এক জঙ্গিকে নিকেশ করেছিল নিরাপত্তাবাহিনী।

Last Updated : Feb 13, 2019, 10:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details