মালাপ্পুরম, 12 জুলাই : কেরালার কোঝিকোড় আন্তর্জাতিক বিমানবন্দরে 2.3 কেজি সোনা উদ্ধার করলেন শুল্ক বিভাগের কর্তারা । SG 9026-এ আসা চার যাত্রীর কাছ থেকে এই পরিমাণ সোনা উদ্ধার হয় । শুল্ক দপ্তরের কর্তারা জানিয়েছেন, ওই উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় 1.14 কোটি টাকা ।
কোঝিকোড় বিমানবন্দরে উদ্ধার 1.14 কোটি টাকার সোনা - সোনা পাচার
বিমানবন্দরে এক মহিলা সহ চারজনের কাছে থেকে সোনা উদ্ধার হয় । যার বাজারমূল্য প্রায় 1.14 কোটি টাকা ।
এক মহিলা যাত্রীর কাছ থেকে উদ্ধার হয় 1.8 কেজি সোনা । বাকি 380 গ্রাম, 390 গ্রাম, 387 গ্রাম সোনা যথাক্রমে তিন পুরুষ যাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ।
এদিকে কোঝিকোড় বিমানবন্দরের গোয়েন্দারা গতকাল উপসাগরীয় অঞ্চল থেকে তিনটি পৃথক বিমানে প্রায় 1.50 কোটি টাকার সোনা পাচারের চেষ্টা সংক্রান্ত তিনটি মামলা করেছে । আরব আমিরশাহির রাসা আল খাইমাই থেকে আসা আবদুল জালিল নামে আর এক যাত্রী প্রায় দু'কেজি সোনা নিয়ে যাচ্ছিলেন । কাতারের দোহা থেকে আসা কোডুভ্যালির মহম্মদ রিয়াস প্রায় 800 গ্রাম সোনা পাচারের চেষ্টা করেছিল বলে জানা গেছে ।