দিল্লি, 8 জানুয়ারি : দৈনিক সংক্রমণের হার গতকালের তুলনায় কিছুটা কমেছে । গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 18 হাজার 139 জন । গতকাল সেই সংখ্যাটা ছিল 20 হাজার 346 । অথচ মৃতের সংখ্যা বেড়েছে । একদিনে মৃত্যু হয়েছে 234 জনের । গতকাল মৃতের সংখ্যা ছিল 222 জন ।
স্বাস্থ্যমন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, দেশে মোট কোরোনায় আক্রান্ত হয়েছে 1 কোটি 4 লাখ 13 হাজার 417 । অন্যদিকে, মৃত্যু হয়েছে সংখ্যা 1 লাখ 50 হাজার 570 জনের । দেশে একদিনে সুস্থ হয়ে উঠেছে 20 হাজার 539 জন । মোট সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 37 হাজার 398 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 2 লাখ 25 হাজার 449 ।