লখনউ, 21 অগাস্ট : এক দল ছাত্র ৷ প্রায় 150 জন ৷ বয়স 19-এর বেশি হবে না ৷ প্রত্যেকেরই পরনে সাদা পোশাক, প্রত্যেকেরই মাথা কামানো ৷ বয়সে একটু বড় কাউকে দেখতে পেলেই মাথা নুইয়ে সম্মান জানাচ্ছেন তাঁরা ৷ যাঁদের স্যালিউট করা হচ্ছে, তাঁরা কলেজের সিনিয়র৷ আর যাঁরা স্যালিউট করছেন তাঁরা প্রথম বর্ষের পড়ুয়া ৷ রয়েছেন নিরাপত্তারক্ষী ৷ কিন্তু কোনও হেলদোল নেই ৷ উত্তরপ্রদেশের একটি মেডিকেল কলেজের র্যাগিংয়ের এমনই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে৷ জগিং করা বা কলেজ চত্বরে হাঁটার সময়ও বয়সে বড় কাউকে সম্মান প্রদর্শনের জন্য মাথা ঝুঁকিয়ে স্যালিউট ঠুকতে হচ্ছে তাঁদের ৷
উত্তরপ্রদেশ এতাওয়ার সাইফাইয়ে একটি মেডিকেল কলেজে (উত্তরপ্রদেশ ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সেস) এই ঘটনাকে নিন্দনীয় বলে উল্লেখ করেছেন উপাচার্য ড. রাজকুমার ৷ বলেছেন, বিশেষ র্যাগিং স্কয়্যাড রয়েছে এ জাতীয় ঘটনা যাতে না ঘটে, তা দেখার জন্য ৷ দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি ৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব ও অখিলেশ যাদবের গ্রাম সাইফাই ৷ পরিবারের অনেকেই থাকেন এখনও ৷ যদিও এ ব্যাপারে তাঁদের কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷