পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মুখ চেপে নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ পঞ্জাবে - পাঞ্জাব

ওই কিশোরী একটি ইটভাটায় কাজ করে ৷ সেখানকারই একটি কোয়ার্টারে পরিবারের সঙ্গে থাকে ৷

Punjab
পাঞ্জাব

By

Published : Oct 27, 2020, 8:06 AM IST

হোসিয়ারপুর, 27 অক্টোবর : ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে 15 বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ৷ পঞ্জাবের হোসিয়ারপুর এলাকার ঘটনা ৷ অভিযুক্ত অরুণ কুমারকে পুলিশ গ্রেপ্তার করেছে ৷

ওই কিশোরী স্থানীয় একটি ইটভাটায় কাজ করে ৷ সেখানকারই কোয়ার্টারে পরিবারের সঙ্গে থাকে ৷ কাছেই থাকে অরুণ কুমার নামে ওই যুবক ৷ দু'জনেই ভিন রাজ্যের বাসিন্দা ৷

24 অক্টোবর বাড়িতে একা ছিল ওই কিশোরী । আচমকা এসে ওই কিশোরীকে মুখ বন্ধ করে নিয়ে যায় অরুণ ৷ একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে ৷ সেই সময় কিশোরীর চিৎকার শুনে ছুটে আসে তার মা ৷ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত যুবক।

এরপর রবিবার রাতে স্থানীয় থানায় অরুণ কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় ৷ সদর থানার SI নীলম কুমারী জানান, POCSO ধারায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details