পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফের রেকর্ড, দেশে একদিনে কোরোনা আক্রান্ত 14 হাজার 516 - কোরোনা নিউজ় আপডেট

দেশে প্রতিদিন কোরোনা আক্রান্তের হার গড়ে বেড়ে দাঁড়িয়েছে 12 হাজারে । যদিও আজকের আক্রান্তের সংখ্যা সে গণ্ডিও পেরিয়ে গেছে ।

ছবি
ছবি

By

Published : Jun 20, 2020, 11:20 AM IST

দিল্লি, 20 জুন : লকডাউন শিথিল হতেই ধীরে ধীরে দেশে স্বাভাবিক হতে শুরু করেছে সমস্ত পরিষেবা । খুলেছে সরকারি-বেসরকারি অফিস । এরই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা । গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 14 হাজার 516 জন । যা আবারও একদিনে আক্রান্তের নিরিখে সর্বোচ্চ । এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 3 লাখ 95 হাজার 48 । গত 24 ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে 375 জনের । এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 12 হাজার 948 । দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছে 2 লাখ 13 হাজার 711 জন । অর্থাৎ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে প্রায় দশ হাজার কোরোনা আক্রান্ত ।

আক্রান্তের নিরিখে অ্যামেরিকা, ব্রাজ়িল, রাশিয়ার পরই চতুর্থ স্থানে রয়েছে ভারত । দেশে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে । সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে মুম্বইয়ে । এখনও পর্যন্ত এরাজ্যে 1 লাখ 24 হাজার 331 জনের শরীরে কোরোনা সংক্রমণ মিলেছে । গত 24 ঘণ্টায় শুধু এরাজ্যেই নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় চার হাজার মানুষ । তারপরই রয়েছে তামিলনাড়ু । এখানে কোরোনা আক্রান্ত 54 হাজার 449 জন । গত 24 ঘণ্টায় আক্রান্ত 2 হাজার 115 জন ।

দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে দিল্লিতে । সমস্ত রেকর্ড ভেঙে আবারও একদিনে সর্বোচ্চ সংক্রমিত হয়েছে গত 24 ঘণ্টায় । সংক্রমিতের সংখ্যা 3 হাজার 137 জন । সংক্রমণ বাড়ছে গুজরাত, উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা ও পশ্চিমবঙ্গে । দেশে প্রতিদিন কোরোনা আক্রান্তের হার গড়ে বেড়ে দাঁড়িয়েছে 12 হাজারে । যদিও আজকের আক্রান্তের সংখ্যা সে গণ্ডিও পেরিয়েছে । রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিকরা ফেরায় এবং পরিবহন পরিষেবা চালু হওয়ায় সংক্রমণ বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।

দেশে কোরোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 13 হাজার ছুঁই ছুঁই । প্রতিদিনই সাড়ে তিনশোর কাছাকাছি মৃত্যু হচ্ছে । সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে ।

ABOUT THE AUTHOR

...view details