পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গুরুগ্রামে 3 বছরের শিশুকে যৌন হেনস্থায় অভিযুক্ত নাবালক - gurugram

শিশুকে যৌন হেনস্থায় অভিযুক্ত নাবালক। গুরুগ্রামের ঘটনা।

নাবালক

By

Published : Jun 30, 2019, 12:42 AM IST

Updated : Jun 30, 2019, 6:04 AM IST

গুরুগ্রাম, 30 জুন : 3 বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক নাবালকের বিরুদ্ধে । অভিযুক্তর বয়স 14 বছর । তাকে আটক করে ফরিদাবাদের একটি হোমে পাঠানো হয়েছে ।

এক পুলিশ আধিকারিক জানান, অভিযুক্ত নাবালকের মা একটি ডে কেয়ার সেন্টার চালান । অভিযোগ, 25 জুন সেখানেই 3 বছরের শিশুকে যৌন হেনস্থা করে ওই নাবালক। পরদিন শিশুর বাবা-মা থানায় অভিযোগ দায়ের করেন । POCSO আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ । CCTV ফুটেজ দেখে পুলিশ অভিযুক্তকে চিহ্নিত করে আটক করে ।

মেডিকেল টেস্টের পর ওই শিশুকে কাউন্সেলিংয়ের জন্য পাঠানো হয়েছে । বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে ।

Last Updated : Jun 30, 2019, 6:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details