পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ঝাড়খণ্ডে নাবালিকাকে গণধর্ষণের পর খুন, তদন্তে SIT গঠন - গণধর্ষণ

দুমকার পুলিশ সুপার অম্বর লাকরা জানান, প্রাথমিকভাবে এটিকে গণধর্ষণের পর খুন বলে মনে করা হচ্ছে ৷ কিন্তু, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত, নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না ৷ তদন্তের জন্য় একটি SIT গঠন করা হয়েছে ৷ দোষীরা দ্রুত ধরা পড়বে ৷

12-year_old_tribal_girl_gangraped_and_murdered_in_jharkhand
ঝাড়খণ্ডে নাবালিকাকে গণধর্ষণের পর খুন, অনুমান পুলিশের

By

Published : Oct 17, 2020, 1:41 PM IST

দুমকা (ঝাড়খণ্ড), 17 অক্টোবর : এবার ঝাড়খণ্ডের দুমকায় নাবালিকাকে গণধর্ষণ করে খুন ৷ এমনই অনুমান স্থানীয় পুলিশ প্রশাসনের ৷ ঘটনাটি ঝাড়খণ্ডের দুমকার চিডি গ্রামের ৷ শুক্রবার একটি ঝোপের আড়াল থেকে নাবালিকার দেহ উদ্ধার করে পুলিশ ৷ ঘটনায় কড়া হাতে পুলিশকে ব্য়বস্থা নিতে নির্দেশ দিয়েছেন ঝাড়খণ্ডের মুখয়মন্ত্রী হেমন্ত সোরেন ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, শুক্রবার টিউশন পড়তে বাড়ি থেকে বেরিয়েছিল পঞ্চম শ্রেণির ওই ছাত্রী ৷ এরপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ এনিয়ে দুমকার পুলিশ সুপার অম্বর লাকরা জানান, প্রাথমিকভাবে এটিকে গণধর্ষণের পর খুন বলে মনে করা হচ্ছে ৷ কিন্তু, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত, নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না ৷ তদন্তের জন্য় একটি SIT গঠন করা হয়েছে ৷ দোষীরা দ্রুত ধরা পড়বে ৷

মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেন এ নিয়ে ঝাড়খণ্ড পুলিশের DG-কে দ্রুত ব্য়বস্থা নিতে নির্দেশ দিয়েছেন ৷ পুরো ঘটনার রিপোর্ট মুখ্য়মন্ত্রীর সচিবালয়ে জানাতে বলেছেন ৷ পাশাপাশি জেলাশাসক স্তরেও কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি ৷

এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে ঝাড়খণ্ডে ৷ নভেম্বরের 3 তারিখ ঝাড়খণ্ডের দু'টি বিধানসভায় উপনির্বাচন রয়েছে ৷ তার মধ্য়ে একটি কেন্দ্র দুমকা ৷ ফলে এই কেন্দ্রেই নাবালিকাকে গণধর্ষণের মতো ঘটনায় মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেনকে চেপে ধরেছে বিরোধী BJP শিবির ৷ রাজ্য়ের আইনশৃঙ্খলা নিয়ে শাসক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে আক্রমণ করেছে তারা ৷

ABOUT THE AUTHOR

...view details