তিরুবনন্তপুরম, 21 মার্চ : প্রথম কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছিল কেরালাতেই ৷ গতকাল কেরালায় আরও 12 জনের রিপোর্ট পজ়িটিভ আসায় সেরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 40 ৷ এঁদের মধ্যে তিনজন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন ৷ গতকাল কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানান, ‘‘নতুন করে যে 12 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন তাঁদের চিকিৎসা চলছে ৷"
আক্রান্তদের মধ্যে ছ'জন কাসারাগড়, পাঁচজন এরনাকুলাম ও একজন পালাক্কারের বাসিন্দা ৷ অন্যদিকে পাঁচজন ব্রিটিশ নাগরিক, যাঁরা কোচির একটি হাসপাতালে আইসোলেশনে ছিলেন তাঁদের কোরোনা ভাইরাসের রিপোর্টও পজ়িটিভ এসেছে ৷ কেরালার মন্ত্রী সুনীল কুমার বলেন, ‘‘মোট 19 জনের একটি দল ব্রিটেন থেকে ফিরেছিল ৷ তাঁদের আইসোলেশনে রাখা হয় ও কোরোনা পরীক্ষা করা হয় ৷ এঁদের মধ্যে 12 জনের রিপোর্ট নেগেটিভ আসায় তাঁদের দেশে ফিরতে সাহায্য করা হবে সরকারের তরফে ৷ সকলেরই বয়স 60 থেকে 80 বছরের মধ্যে ৷’’