পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ঝাড়খণ্ডে IED বিস্ফোরণ মাওবাদীদের, জখম 26 নিরাপত্তারক্ষী - maoist

ঝাড়খণ্ডে IED বিস্ফোরণে জখম হলেন 26 নিরাপত্তারক্ষী ।

মাওবাদী বিস্ফোরণে জখম 11 জন জওয়ান

By

Published : May 28, 2019, 8:05 AM IST

Updated : May 28, 2019, 1:51 PM IST

সরাইকেলা (ঝাড়খণ্ড), 28 মে : ঝাড়খণ্ডে IED বিস্ফোরণ ঘটলা মাওবাদীরা । বিস্ফোরণে জখম হয়েছেন 26 জন নিরাপত্তারক্ষী । আজ ভোর পাঁচটা নাগাদ সরাইকেলার কুছাই এলাকায় বিস্ফোরণ হয় ।

জানা গেছে, বিশেষ অভিযানে বেরিয়েছিলেন নিরাপত্তারক্ষীরা । কুছাই এলাকায় তাঁদের গাড়ি যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে । জখম হয়েছেন CRPF-র COBRA ইউনিটের জওয়ান ও পুলিশকর্মীরা । জখম জওয়ানদের চপারে করে রাঁচিতে নিয়ে যাওয়া হয়েছে । তারা রাঁচিতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । বিস্ফোরণের পর এলাকা খালি করার কাজ চলছে ।

জখম নিরাপত্তারক্ষী

এবিষয়ে ঝাড়খণ্ডের DGP ডি কে পান্ডে বলেন, ভোট প্রক্রিয়া ব্যাহত করার জন্য মাওবাদীরা এই IED পুঁতে রেখেছিল । আজ অভিযানের সময় ওই IED বিস্ফোরণ ঘটায় । জখম হয়েছেন মোট 26 জন নিরাপত্তারক্ষী । ঘটনাস্থানে COBRA, ঝাড়খণ্ড জাগুয়ার ও ঝাড়খণ্ড পুলিশের তরফে যৌথ অভিযান চালানো হচ্ছে । খালি করা হচ্ছে এলাকা ।

Last Updated : May 28, 2019, 1:51 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details