পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

তেলাঙ্গানায় একদিনে কোরোনায় আক্রান্ত 1597 - COVID-19

lockdown
lockdown

By

Published : Jul 16, 2020, 7:00 AM IST

06:40 July 16

দিল্লি, 16 জুলাই : চলছে আনলক 2.0 । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক...

কেরালায় কোরোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মালাপ্পুরমের কালিকাট বিশ্ববিদ্যালয়ে 1000 শয্যার চিকিৎসা কেন্দ্র তৈরি করা হল ৷ এখানে উপসর্গহীন কোরোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা করা হবে বলে  জানান ডিস্ট্রিক্ট কালেক্টর ৷

06:40 July 16

অসমে গত 24 ঘণ্টায় নতুন করে কোরোনায় সংক্রমিত হয়েছে 1088 জন ৷ এরমধ্যে 649 জন গুয়াহাটির বাসিন্দা ৷

06:40 July 16

তেলাঙ্গানায় গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 1597 জন এবং মৃত্যু হয়েছে 11 জনের ৷ এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 39 হাজার 342 ৷ মোট মৃত্যু হয়েছে 386 জনের এবং সুস্থ হয়ে উঠেছে 25 হাজার 999 জন ৷

06:40 July 16

দিল্লির পশ্চিম বিহারে লকডাউনের নিয়ম ভেঙে একটি রেস্তরাঁয় অনুষ্ঠানের আয়োজন ও মদ্যপানের অভিযোগে 31 জনকে আটক করা হল ৷

06:39 July 16

এক কর্মচারী কোরোনায় আক্রান্ত হওয়ায় 24 জুলাই অবধি পশ্চিমবঙ্গের বিধানসভা বন্ধ থাকবে ৷ 27 জুলাই থেকে ফের কাজ শুরু হবে ৷

06:39 July 16

রাজস্থান স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হল, গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়েছে 866 জন ৷ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 26 হাজার 437 জন ৷ এরমধ্যে সুস্থ হয়ে উঠেছে 19 হাজার 502 জন এবং মৃত্যু হয়েছে 530 জনের ৷

06:39 July 16

এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হল, 20 জুলাই থেকে সংস্থায় সম্পূর্ণ কর্মী নিয়ে কাজ শুরু হবে ৷ কনটেনমেন্ট জ়োনে যেসব কর্মচারী থাকেন বা যাঁদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি ও গর্ভবতী মহিলা কর্মচারীদের বাড়ি থেকে কাজের সুবিধা দেওয়া হবে ৷

06:39 July 16

গত 24 ঘণ্টায় গোয়ায় কোরোনায় আক্রান্ত হয়েছে 198 জন ৷ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 67 জন ৷ 

06:39 July 16

হরিয়ানায় একদিনে আক্রান্ত 678 জন ৷ স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়, বর্তমানে রাজ্যে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা 23 হাজার 306 ৷ এরমধ্য়ে সুস্থ হয়ে উঠেছে 17 হাজার 667 জন এবং মৃত্যু হয়েছে 319 জনের ৷

06:10 July 16

মণিপুরে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 28 জন ৷ এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1700 ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details