নয়াদিল্লি, 25 ডিসেম্বর : বড়দিনের রাতে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ আগামী 3 জানুয়ারি থেকে শুরু হচ্ছে 15 থেকে 18 বছর বয়সিদের কোভিড-19 ভ্যাকসিনেশন ৷ কিছুক্ষণ আগেই ডিসিজিআইয়ের তরফে 12 থেকে 18 বছর বয়সিদের জরুরি ভিত্তিতে টিকা দেওয়ার অনুমোদন পেয়েছে ভারত বায়োটেক ৷ তারপরই এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী ৷ ফলে আগামী 3 জানুয়ারি থেকে কোভ্যাকসিনের টিকা পাবে দেশের কিশোর প্রজন্ম ৷ তবে ড্রাগ কন্ট্রোলারের অনুমতি পাওয়ায় 12 বছর বয়সিরাও জরুরি ভিত্তিতে ভ্যাকসিন পাবে (Bharat Biotech receives emergency use approval from DCGI for kids aged 12-18 years) ৷
এবার থেকে 12 বছরের ঊর্ধ্বে থাকা ছেলেমেয়েদের করোনা ভ্যাকসিন দেওয়ার অনুমতি পাওয়া গেল ৷ ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিন 12 থেকে 18 বছর বয়সিদের জন্য ব্যবহার করার অনুমতি দিয়েছে ৷ ভারতীয় ড্রাগ কন্ট্রোলার জেনারেলের কাছে জরুরি ভিত্তিতে শিশুদের কোভ্যাকসিন দেওয়ার সুপারিশ করেছিল সাবজেক্ট এক্সপার্ট কমিটি ৷ এরপর 2 থেকে 3টি পর্যায়ে এর ট্রায়াল হয় ৷ ভ্যাকসিন ট্রায়ালকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছিল ৷ 2-6 বছর বয়সি, 6 থেকে 12 এবং 12 থেকে 18 বছর বয়সিদের মধ্যে ৷ অবশেষে 12 থেকে 18 বছর বয়সিদের টিকা দেওয়ার অনুমতি পেয়েছে হায়দরাবাদে অবস্থিত এই সংস্থা ৷