বেঙ্গালুরু, 7 নভেম্বর: কংগ্রেসের 'ভারত জোড়ো' যাত্রায় এক দক্ষিণ ভারতীয় সিনেমার গানের কপিরাইট ভঙ্গের অভিযোগ উঠেছে ৷ এই অভিযোগের প্রেক্ষিতে সোমবার বেঙ্গালুরুর এক আদালত টুইটারকে নির্দেশ দিয়েছে কংগ্রেসের অ্যাকাউন্ট ও ভারত জোড়ো যাত্রার অ্যাকাউন্ট বন্ধ রাখার (Congress Twitter Accounts blocked) ৷ একই সঙ্গে কংগ্রেসের করা 3টি টুইটও সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত (Bengaluru court directs Twitter to temporarily block accounts of Congress party and Bharat Jodo Yatra) ৷
জানা গিয়েছে, এমআরটি মিউজিক নামে একটি সংস্থা কংগ্রেসের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ তুলে আদালতে মামলা করে ৷ কেজিএফ-2 সিনেমার গানের কপিরাইট রয়েছে এই সংস্থাটির হাতে ৷ আদালতে সংস্থাটি অভিযোগ করে, তাদের অনুমতি না নিয়েই কংগ্রেসের ওই সিনেমার গান ভারত জোড়ো যাত্রার (congress Bharat Jodo Yatra) প্রচারে টুইটারে ব্যবহার করেছে ৷