পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Pakistani LET in Bengaluru: বেঙ্গালুরুর আদালতে দোষী সাব্যস্ত দুই পাকিস্তানি লস্কর জঙ্গি-সহ 3

11 বছর কেটে গিয়েছে ৷ 2012 সালে দায়ের হওয়া মামলায় ভারতের সিলিকন ভ্যালিতে জঙ্গি হামলার বড়সড়ো ছক কষছিল 3জন ৷ এদের মধ্যে দু'জন পাকিস্তানি এবং একজন ভারতীয় ৷ তাদের দোষী সাব্যস্ত করল আদালত (Pakistani Let terrorists convicted by Bengaluru Special Court) ৷

Terror Attack
জঙ্গি কার্যকলাপ

By

Published : Feb 25, 2023, 12:00 PM IST

বেঙ্গালুরু, 25 ফেব্রুয়ারি: জঙ্গি হামলার ছক কষেছিল তিন জন। তাদের মধ্যে দু'জন পাকিস্তানের নাগরিক ৷ তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা সংগঠনের সদস্য ৷ অন্য 1 জন ভারতীয় । ওই ব্যক্তিও লস্করের সঙ্গে যুক্ত ছিল। দেশের সিলিকন ভ্যালি বেঙ্গালুরুর বিভিন্ন জায়গায় নাশকতামূলক কাজকর্মের পরিকল্পনা করেছিল জঙ্গিরা ৷ 11 বছর পর তিন এলইটি জঙ্গিকে অপরাধমূলক চক্রান্ত এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে (Bengaluru court convicts Pakistani nationals for hatching terror attacks in Bengaluru) ৷

পুলিশ সূত্রে এই তিনজনের নাম ও পরিচয় জানা গিয়েছে । এদের মধ্যে আছে বেঙ্গালুরুর টিপ্পুনগরের বাসিন্দা সৈয়দ আবদুল রহমান ওরফে আবদুল রহমান। মহম্মদ ফাহাদ ওরফে মহম্মদ ফাহাদ খোয়া ৷ চিন্তামনির বাসিন্দা আফসর পাশা ওরফে খাশিরুদ্দিন ৷ 2012 সালে তিনজনের প্রথম দেখা হয় পারাপ্পানা আগরাহারা জেলে ৷ রহমান সেই সময় স্থানীয় ছোটখাটো গ্যাংস্টার ৷ নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হয়ে কাজ করার অভিযোগে হাজতবাসে ছিল খোয়া ও পাশা ৷ ইতিমধ্যে মাইসোর ও কোঝিকোড়ে জঙ্গি হামলার মামলায় পাকিস্তানি নাগরিক খোয়ার যথাক্রমে 10 বছর ও 8 বছরের কারাবাস হয়েছে ৷ অন্যদিকে, 2005 সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে হামলা চালানোর ঘটনায় পাশা দোষী সাব্যস্ত হয় ৷ সে আজীবন কারাদণ্ডে দণ্ডিত ৷ পারাপ্পানা আগরাহারা জেলে থাকাকালীন রহমানের সঙ্গে এই দুই লস্কর জঙ্গির পরিচয় হয় ৷ এবার এই তিনজনকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ, অপরাধমূলক চক্রান্ত, ইউএপিএ ধারা এবং বিস্ফোরক বিষয়ক আইনে দোষী সাব্যস্ত করা হয়েছে ৷ তবে সাজা ঘোষণা স্থগিত রেখেছে আদালত ৷ পুলিশ জানিয়েছে, পরবর্তী শুনানি 27 ফেব্রুয়ারি ৷

আরও পড়ুন: আরও দুই জঙ্গি সংগঠন নিষিদ্ধ হল ভারতে

2012 সালে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ এই তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল ৷ জেলে রহমান পাকিস্তানি নাগরিকদের সংস্পর্শে আসে এবং সেখানেই তার মাথায় জঙ্গি কার্যকলাপের ভাবনা ঢুকিয়ে দেয় বাকি দুই এলইটি জঙ্গি ৷ জামিনে মুক্তি পেয়ে রহমান নিষিদ্ধ এলইটি সংগঠনের জন্য তরুণদের নিয়োগের ব্যবস্থা করতে থাকে ৷ বেঙ্গালুরুতে বড়সড় আকারের জঙ্গি হামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল সে ৷ পুলিশের কাছে গোপন সূত্রে সেই খবর পৌঁছয় ৷ খবর অনুযায়ী পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে রহমানকে গ্রেফতার করে ৷ সিসিবি (Central Crime Branch, CCB) রহমানের কাছ থেকে বিস্ফোরক পদার্থ এবং বুলেট পায় ৷ জেরার মুখে তিন লস্কর জঙ্গি নাশকতাবাদী হামলার কথা স্বীকার করে নেয় ৷ তদন্ত করে পুলিশ চার্জশিট গঠন করে ৷ বেঙ্গালুরুর বিশেষ আদালতে এর সওয়াল-জবাব পর্ব শেষ হয় ৷ এরপরই সাজা ঘোষণা করেন বিচারক ।

ABOUT THE AUTHOR

...view details