কলকাতা, 2 মে: 'দিদি ও... দিদি ৷' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গে প্রচারে এসে বারবার এ কথা বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ এ বার ভোটগণনার ট্রেন্ডে তৃণমূল, বিজেপির বিরুদ্ধে অনেকটা এগিয়ে যেতেই মোদিকে সেই কটাক্ষের জবাব দিলেন মমতা-ঘনিষ্ঠ অখিলেশ যাদব ৷ টুইটে তিনি লিখলেন, 'দিদি জিও দিদি ৷'
বাংলায় ভোটগণনার ট্রেন্ড তৃণমূলের জয়ের ইঙ্গিত করার সঙ্গে সঙ্গেই অভিনন্দনের ঝড় বইতে শুরু করেছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন সমাজবাদী পার্টি সভাপতি অখিলেশ যাদব ৷ মমতার সঙ্গে তাঁর একটি ছবি টুইট করে তিনি লিখেছেন, "পশ্চিমবঙ্গে বিজেপির ঘৃণার রাজনীতিকে হারিয়ে দেওয়া সচেতন জনতা, যুদ্ধরত শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের নেতা ও কর্মকর্তাদের হার্দিক শুভেচ্ছা ৷ একজন মহিলাকে বিজেপি দিদি ও দিদি বলে যে কটাক্ষ করেছিল, এটা তার বিরুদ্ধে মুখের উপর যোগ্য জবাব জনতার ৷" টুইটের শেষে হ্যাশট্যাগ দিয়ে 'দিদি জিও দিদি' লিখেছেন অখিলেশ ৷