পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নির্বাচনের জন্য বিহার থেকে রাজ্যে এল 12 কোম্পানি পুলিশ

পুলিশ ছাড়াও, বিহারে মোতায়েন 2 কোম্পানি আধা সামরকিক বাহিনী পশ্চিমবঙ্গ পাঠানো হয়েছে ৷ এর মধ্যে এক কোম্পানী RAFও আছে ৷ বিহারের কিছু কোম্পানি আধা সামরকিক বাহিনী জন্মু-কাশ্মীরে গিয়েছিল ৷ তাদের মধ্যেও চার কোম্পানী পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে ৷

বিহার পুলিস
বিহার পুলিস

By

Published : Mar 30, 2021, 2:08 PM IST

বিহার, 30মার্চ :বাংলায় প্রথম দফার ভোট ইতিমধ্যেই হয়ে গিয়েছে ৷ ইতিমধ্যে বিহার পুলিশের তরফ থেকে 12 কোম্পানি পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে ৷ সূত্রের খবর, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিহার পুলিশের কাছে 20 কোম্পানি চাওয়া হয়েছিল ৷ তবে হোলি এবং অন্যান্য কাজে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন থাকায় 12 কোম্পানি পুলিশ পশ্চিমবঙ্গে পাঠানো সম্ভব হয়েছে ৷

আশা করা যাচ্ছে , দোলের পর বাকি পুলিশদের পশ্চিমবঙ্গে পাঠানো হবে ৷ পুলিশ ছাড়াও, বিহারে মোতায়েন 2 কোম্পানি আধা সামরকিক বাহিনীও পশ্চিমবঙ্গ পাঠানো হয়েছে ৷ এর মধ্যে এক কোম্পানি RAFও আছে ৷ বিহারের কিছু কোম্পানি আধা সামরকিক বাহিনী জন্মু-কাশ্মীরে গিয়েছিল ৷ তাদের মধ্যেও চার কোম্পানি পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে ৷ বাংলায় শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ ভাবে ভোট সম্পন্ন করতে নির্বাচন কমিশন এই ব্যবস্থা নিয়েছে ৷

বিহার পুলিস

আরও পড়ুন : সোপরে পৌরসভার বৈঠকে জঙ্গি হানা, নিহত পুলিশকর্মী, কাউন্সিলর সহ 4

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বিহারের বিশেষ সশস্ত্র বাহিনীর 12 কোম্পানি পুলিশও এ রাজ্যে পাঠানো হয়েছে ৷ বিশেষ সশস্ত্র বাহিনী ছাড়াও 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এখানে পাঠানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details