নয়াদিল্লি, 6 এপ্রিল : শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়নের স্বার্থে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন সাধারণ মানুষ ৷ আজ পাঁচ রাজ্যের নির্বাচনে ভোটারদের কাছে এই আবেদনই রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরিতে আজ ভোট রয়েছে ৷ যেখানে পুদুচেরি ও পশ্চিমবঙ্গের ভোটারদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন শাহ ৷
আজ পশ্চিমবঙ্গ বিধানসভার তৃতীয় দফার ভোট ৷ যেখানে বাংলার ভোটারদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন অমিত শাহ ৷ শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের স্বার্থে নিজেদের ভোটাধিকার প্রয়োগের বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘রাজ্যে শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়নকে নিশ্চিত করতে একটি শক্তিশালী এবং গ্রহণযোগ্য নেতৃত্বের প্রয়োজন ৷ তাই অবশ্যই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন এবং বাংলার উন্নয়নের শরিক হন ৷’’ পাশাপাশি পুদুচেরির ভোটারদের উদ্দেশ্য়েও এদিন বার্তা দিয়েছেন অমিত শাহ ৷ সেই বার্তায় শাহ বলেন, ‘‘দুর্নীতি মুক্ত এবং উন্নয়নশীল সরকার গঠন করার লক্ষ্যে পুদুচেরির মানুষের কাচে আমার আর্জি, ব্যাপকভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন ৷’’