কলকাতা, 5 জুলাই : খুব অঘটন না ঘটলে আজ ঠিক বিকেল চারটে নাগাদ তৃণমূল কংগ্রেসে (All India Trinamool Congress) যোগ দিচ্ছেন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় (Abhijit Mukherjee) । যদিও এখনও পর্যন্ত তিনি বা তৃণমূল কংগ্রেসের তরফে এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি ।
আজ বিকেল চারটে নাগাদ তৃণমূল ভবনে একটি সাংবাদিক বৈঠক করার কথা তৃণমূলের মহাসচিব এবং পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) । তৃণমূল সূত্রে খবর, সেই সাংবাদিক সম্মেলনেই কোনও এক ওজনদার নেতার দলে যোগদান করার কথা রয়েছে ৷ মনে করা হচ্ছে যে সেই ওজনদার নেতাই হলেন প্রণবপুত্র অভিজিৎ মুখোপাধ্যায় ।
নলহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় । বিধায়ক এবং সাংসদ দু'টি পদেই তিনি নির্বাচিত হন ভারতীয় জাতীয় কংগ্রেসের (Indian National Congress) টিকিটে ।
জুনের শুরুতে তৃণমূল কংগ্রেসের অধুনা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে দেখা করেন অভিজিৎ মুখোপাধ্যায় । কলকাতার ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে তাঁর সঙ্গে দেখা করতে আসেন অভিজিৎ ৷ সেই সময় তৃণমূলের একাধিক নেতা অভিজিতের রঘুনাথগঞ্জের দেউলির বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন ৷ তখন থেকেই তাঁর তৃণমূল কংগ্রেসে যোগদানের সম্ভাবনা জোরালো হয় । তবে সেই সময় সেই সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছিলেন অভিজিৎ ৷ জানিয়েছিলেন, অভিষেকের সঙ্গে তাঁর এই সাক্ষাৎকার নেহাতই সৌজন্যমূলক । আসন্ন উপনির্বাচনে জঙ্গিপুর থেকে তৃণমূলের প্রার্থী হতে পারেন অভিজিৎ এমনই খবর চাউর হয়েছে রাজনৈতিক মহলে ।
আরও পড়ুন : তৃণমূল নেতাদের সঙ্গে চা চক্র, প্রণব-পুত্র অভিজিৎকে নিয়ে তুমুল জল্পনা