নয়াদিল্লি, 24 নভেম্বর : করোনা মহামারি পরিস্থিতির জেরে প্রায় দু’বছর ধরে আন্তর্জাতিক বিমান পরিষেবা স্বাভাবিক ছন্দ হারিয়েছে ৷ কিন্তু এই পরিষেবা আবার স্বাভাবিক ছন্দে ফিরতে পারে চলতি বছরের শেষের দিকে (International Flight Operations expected to return normalcy) ৷ অন্তত এমনটাই আশা করছে কেন্দ্রীয় সরকার ৷ বুধবার কেন্দ্রের তরফে এই আশার কথা শুনিয়েছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সচিব রাজীব বনসল ৷
করোনা মহামারির জেরে 2020 সালের গোড়ার দিকে লকডাউন ঘোষণা করা হয় (lockdown covid pandemic) ৷ সেই সময় সারা বিশ্বজুড়ে বিমান পরিষেবা (International Flight Operations) বন্ধ ছিল ৷ এর পর পরিস্থিতি আর একটু স্বাভাবিক হলে অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু করা হয় ৷ তবে এই ক্ষেত্রে অনেক বিধিনিষেধ আরোপ করা হয়েছিল ৷
আরও পড়ুন :Kolkata 2nd Airport : কলকাতায় দ্বিতীয় বিমানবন্দরের জায়গা খুঁজছে কেন্দ্র, জানালেন সিন্ধিয়া
এর পর সময় যত এগিয়েছে, তত ধাপে ধাপে আন্তর্জাতিক উড়ানেও ছাড়পত্র দিতে শুরু করে কেন্দ্র ৷ কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে চলতি বছরের গোড়ায় ফের আন্তর্জাতিক উড়ান বন্ধ করে দেয় কেন্দ্র ৷ পরে আবার এয়ার-বাবল ব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিক উড়ান (Air Bubble Arrangements for International Flight) চালু করা হয় ৷
কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়নি ৷ কারণ, আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে যে দেশগুলির সঙ্গে ভারতের এয়ার-বাবল ব্যবস্থা সংক্রান্ত চুক্তি হয়, সেই দেশগুলির সঙ্গেই শুধুমাত্র বিমান যোগাযোগ রয়েছে ৷ ফলে কেন্দ্রের আশা পূরণ হলে বলা যেতে পারে ভারতের সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা আবার পূর্বাবস্থায় ফিরবে ৷ তাতে সরকার থেকে দেশবাসী, সকলেরই উপকার হবে ৷