নয়াদিল্লি, 7 অগস্ট: ছুটির দিনে সফর শুরু করল আকাসা এয়ার (Akasa Air) ৷ রবিবার এই উড়ান সংস্থার প্রথম বাণিজ্যিক উড়ানের 'ফ্ল্যাগ অফ' করলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) ৷ এ দিন ভার্চুয়ালি এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সংশ্লিষ্ট বিমানটির যাত্রাপথ হল মুম্বই-আহমেদাবাদ ৷ আকাসা এয়ার প্রতিষ্ঠার নেপথ্যে রয়েছেন তিনজন ৷ এঁরা হলেন শিল্পপতি রাকেশ ঝুনঝুনওয়ালা এবং দীর্ঘদিন ধরে উড়ান সংস্থার সঙ্গে যুক্ত অদিত্য ঘোষ ও বিনয় দুবে ৷ গত 7 জুলাই বাণিজ্যিক উড়ান পরিষেবা শুরুর ছাড়পত্র পায় আকাসা ৷ ওই দিনই উড়ান সংস্থা হিসাবে আকাসাকে শংসাপত্র দেয় 'ডিরেক্টোরেট জেনারেল অফ সিভিল অ্য়াভিয়েশন' (Directorate General of Civil Aviation) বা ডিজিসিএ (DGCA) ৷
এই কর্মসূচি উপলক্ষে এ দিন মুম্বই বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাকেশ ৷ তিনি বলেন, "আমি আপনাকে (জ্যোতিরাদিত্য সিন্ধিয়া) ধন্যবাদ জানাতে চাই ৷ কারণ, ভারতে সকলেই আমলাতন্ত্রের সমালোচনা করেন ৷ কিন্তু, আমরা অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি, তা অবিশ্বাস্য ৷" রাকেশের দাবি, পৃথিবীর আর কোথাও মাত্র 12 মাসে একটি উড়ান সংস্থা গড়ে তোলা সম্ভব নয় ৷
আরও পড়ুন:Air India likely to be handed over to Tatas today: আজই এয়ার ইন্ডিয়ার উড়ান টাটাদের ঘরে ! মোদির সঙ্গে বৈঠকে চেয়ারম্যান
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাকেশের গলায় ঝরে পড়ে আবেগ ৷ তিনি বলেন, "সাধারণত, একটি শিশু ভূমিষ্ঠ হতে 9 মাস সময় লাগে ৷ আমাদের 12 মাস সময় লেগেছে ৷ অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সহযোগিতা ছাড়া এই কাজ সম্ভব ছিল না ৷" সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, ভার্চুয়াল ফ্ল্য়াগ অফের পর এ দিন সকাল থেকেই বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহণ শুরু করে দিয়েছে আকাসা এয়ার ৷ এই প্রসঙ্গে মন্ত্রীর বক্তব্য হল, আকাসার এই নয়া সফর ভারতীয় বিমান পরিবহণ ক্ষেত্রে 'নতুন যুগের সূচনা' করল ৷
জ্যোতিরাদিত্য মনে করেন, গত এক-দুই দশকের মধ্যে বিশ্বের সর্বত্রই বিমান পরিষেবা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এমন অনেক ঘটনা ঘটেছে, যা এই ক্ষেত্রকে কলুষিত করেছে ৷ অন্যদিকে, ভারতে বিমান পরিষেবা একটি সম্ভাবনাময় দিক ৷ এই ক্ষেত্রটিতে আরও বিনিয়োগ সম্ভব ৷ তাতে যোগাযোগব্যবস্থা যেমন আরও উন্নত ও সহজ হবে, তেমনই কর্মসংস্থান-সহ অন্য়ান্য সুযোগ তৈরি হবে ৷ কিন্তু, গত এক দশকে ভারতেও অনেক সম্ভাবনাময় উড়ান সংস্থা বন্ধ হয়ে গিয়েছে ৷ এই প্রেক্ষাপটে আকাসা এয়ারের যাত্রা শুরু নতুন যুগের সূচনা করবে বলেই আশা প্রকাশ করেছেন জ্যোতিরাদিত্য ৷
প্রসঙ্গত, রাকেশ ঝুনঝুনওয়ালা জানিয়েছেন, আপাতত মুম্বই-আহমেদাবাদ রুটে তাঁদের সংস্থার বিমান চললেও আগামী 13 ও 19 অগস্ট এবং 15 সেপ্টেম্বর থেকে যথাক্রমে বেঙ্গালুরু-কোচি, বেঙ্গালুরু-মুম্বই এবং চেন্নাই-মুম্বই রুটে যাতায়াত শুরু করবে আকাসা এয়ারের বিমান ৷