পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Heavy rains in Kerala : প্রবল বৃষ্টিতে কেরালায় মৃত 5, নিখোঁজ 10

লাল সতর্কতা জারি করা হয়েছে পত্থনমথিট্টা, এর্নাকুলাম, কোট্টায়াম, ইদুক্কি, ত্রিচূড়, পলক্কড় জেলায়। এছাড়া কমলা সতর্কতা জারি করা হয়েছে তিরুঅনন্তপুরম, মলপ্পুরম, কোঝিকোড়, কোল্লাম, আলপ্পুঝা, পালাক্কড় ও ওয়ানাড়ে। জেলায় জেলায় একাধিক ত্রাণ শিবির তৈরি হয়েছে।

Heavy rains in Kerala
প্রবল বৃষ্টিতে কেরালায় মৃত 5, নিখোঁজ 10

By

Published : Oct 16, 2021, 9:59 PM IST

তিরুঅন্তপুরম, 16 অক্টোবর : প্রবল বৃষ্টিতে এখন পর্যন্ত কেরালায় পাঁচ জন প্রাণ হারিয়েছেন ৷ ইদুক্কির কঞ্জারে হঠাৎ বন্যায় গাড়ি ভেসে যাওয়ার পর এক শিশু-সহ দু'জনের মৃত্যু হয়েছে ৷ জেলা প্রশাসন সূত্র জানা গিয়েছে, কোট্টায়ামে ভূমি ধসে আটকা পড়া 13 জনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে ৷

এখন পর্যন্ত 10 জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে ৷ সরকারিভাবে পাঁচ জনের মৃত্যু, 10 জন নিখোঁজ হওয়ার খবর জানানো হয়েছে ৷ প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বাকি নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে ৷ উদ্ধারকাজে সেনা ও বিমান বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। ইদুক্কির কঞ্জারে বন্যায় তাদের গাড়ি ভেসে যাওয়ার পর একটি শিশু-সহ দুই বাসিন্দা নিহত হয়েছে।

মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে, মানুষকে আগামী 24 ঘণ্টার জন্য অতিরিক্ত সতর্ক থাকার কথা বলা হয়েছে ৷ আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার কারণে এই ভারী বৃষ্টিপাত। দক্ষিণ ও মধ্য কেরালায় এখন ভারী বৃষ্টি হচ্ছে ৷ এছাড়াও উত্তর কেরালার জেলায়ও আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷

আরও পড়ুন :টিপু সুলতান সাম্রাজ্য বিস্তারের পরিকল্পনা থেকে পিছিয়ে এসেছিলেন এই পুকুরের জল খেয়ে ?

ইতিমধ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে পত্থনমথিট্টা, এর্নাকুলাম, কোট্টায়াম, ইদুক্কি, ত্রিচূড়, পলক্কড় জেলায়। এছাড়া কমলা সতর্কতা জারি করা হয়েছে তিরুঅনন্তপুরম, মলপ্পুরম, কোঝিকোড়, কোল্লাম, আলপ্পুঝা, পালাক্কড় ও ওয়ানাড়ে। জেলায় জেলায় একাধিক ত্রাণ শিবির তৈরি হয়েছে। রাজ্যের অনেকগুলি নদীতেই জল বইছে বিপদসীমার উপর দিয়ে । এর মধ্যে জলাধারগুলির জলের পরিমাণ অত্যাধিক বাড়তে থাকায় চিন্তা আরও বেড়েছে। বৃষ্টি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

ABOUT THE AUTHOR

...view details