পুনে, 4 ফেব্রুয়ারি: অ্যাস্টোফিজিক্সের গবেষণায় নয়া মোড় (Astronomers detect Radio Signal from Galaxy) । সম্প্রতি ধরা পড়েছে মহাশূন্য থেকে আসা 21 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেডিও সংকেত । এই প্রথমবার অন্য কোনও ছায়াপথ থেকে আসা এত দীর্ঘ রেডিও সংকেত রিসিভ করা সম্ভব হয়েছে । পুনের ন্যাশনাল সেন্টার ফর রেডিও অ্যাস্টোফিজিক্সের জায়ান্ট মেট্রিওয়েভ রেডিও টেলিস্কোপের (Giant Metrewave Radio Telescope) ডেটা ব্যবহার করে রেডিও ওয়েভটি ধরা হয়েছে ।
বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (Indian Institute of Science) এবং কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটির (McGill University) জ্যোতির্বিজ্ঞানীরা পারমাণবিক হাইড্রোজেন দ্বারা নির্গত ওই রেডিও সংকেত সনাক্ত করেছেন । যে দুই বিজ্ঞানী এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাঁরা হলেন ম্যাকগিল ইউনিভার্সিটির পদার্থবিদ্যা ও ট্রটিয়ার স্পেস ইনস্টিটিউটের পোস্ট-ডক্টরাল গবেষক অর্ণব চক্রবর্তী এবং আইআইএসসির পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক নিরুপম রায় । বিজ্ঞানীদের কথায়, হাইড্রোজেন হল মহাবিশ্বের অন্যতম প্রধান গাঠনিক উপাদান । তাই কোনও স্থানে এর উপস্থিতি সেখানকার বৈশিষ্ট্য সম্পর্কে অনেক বেশি তথ্য দিতে পারে ।
কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের মহাকাশ গবেষক অর্ণব চক্রবর্তী বলেন, "প্রতিটি ছায়াপথ আলাদা আলাদা রেডিও সংকেত নির্গত করে । এখনও পর্যন্ত পৃথিবীর কাছাকাছি ছায়াপথগুলির থেকে আগত ওয়েভের বিষয়ে আমরা জানতাম । এই প্রথম দূরের ছায়াপথের এত বড় একটি ওয়েভ আমরা ধরতে সক্ষম হয়েছি ।"