পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Telangana Assembly Polls 2023: তেলেঙ্গানার বিধানসভা ভোটে প্রার্থীদের অনেকেই কোটিপতি, বহু প্রার্থীর বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা

Telangana Assembly Elections 2023: চলতি মাসের শেষেই তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন ৷ শুরু হয়েছে মনোনয়ন প্রক্রিয়া ৷ বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে শুরু করেছে ৷ সেখানে প্রার্থীদের উল্লেখ করা তথ্য থেকে দেখা যাচ্ছে যে অনেকেই কোটিপতি ৷ কারও কারও বিরুদ্ধে মামলাও রয়েছে একাধিক ৷

Telangana Assembly Polls 2023
Telangana Assembly Polls 2023

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2023, 12:57 PM IST

হায়দরাবাদ, 9 নভেম্বর: তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে ৷ সমস্ত দলের প্রার্থীরাই মনোনয়ন জমা দিতে শুরু করেছেন ৷ সেই মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীরা যে হলফনামা জমা দিয়েছেন, তা থেকে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য ৷ কারও সম্পত্তি যেমন কোটি টাকার উপরে ৷ আবার কারও বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা ৷

কোটিপতিদের তালিকায় রয়েছেন ভারত রাষ্ট্র সমিতির চামাকুরা মাল্লারেড্ডি ৷ যিনি ভোটে লড়ছেন মেদচাল আসন থেকে ৷ তেলেঙ্গানার বর্তমান সরকারের শ্রমমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ 95.95 কোটি টাকা ৷ সম্পত্তির বিবরণ দিতে গিয়ে তিনি জানিয়েছেন যে সুরারাম, কান্দলাকোয়া, ধুলাপল্লী, জেদিমেতলা, গুন্ডলা পোচাম্পালি এবং গুন্ডলা পোচারাম গ্রামে তাঁর কৃষি জমি রয়েছে ৷

এছাড়া মাইসাম্মাগুড়া, ফিরোজগুড়া, বোইনপল্লি, কোম্পালি, আবিডসে তাঁর বাণিজ্যিক ভবন রয়েছে । অথচ তাঁর হাতে কোনও নগদ অর্থ নেই ৷ এমনকী, তাঁর নিজের নামে কোনও গাড়িও নেই ৷ বিভিন্ন ব্যাংকে তাঁর সাড়ে সাত কোটি টাকার ঋণ রয়েছে বলে তিনি জানিয়েছেন ৷

এই রাজ্যের আরেক মন্ত্রী ও বিআরএস-এর গাঙ্গুলা কমলাকার করিমনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ তিনি হলফনামায় জানিয়েছেন যে তাঁর সম্পত্তির পরিমাণ 34.08 কোটি টাকা ৷ অনেক প্রতিষ্ঠানে তাঁর ব্যবসায়িক অংশীদারিত্ব রয়েছে ৷ স্ত্রীর নামেও স্থাবর-অস্থাবর সম্পত্তি রয়েছে ৷ তাঁর ঋণের পরিমাণ 50.63 লক্ষ টাকা ৷

তেলেঙ্গানার শাসক দলের আরেক প্রার্থী মারি জনার্দন রেড্ডি সেখানকার নাগারকরনুল থেকে প্রার্থী হয়েছেন ৷ তাঁর সম্পত্তির পরিমাণ 112.23 কোটি টাকা । কান্দালা উপেন্দর রেড্ডি, যিনি পালেরুর প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি 89.57 কোটি টাকার সম্পদ থাকার কথা হলফনামায় জানিয়েছেন ৷ তাঁর স্ত্রীর নামে 82 লক্ষ টাকার শেয়ার রয়েছে বলে জানা গিয়েছে ।

মাহাবুবাবাদের প্রার্থী শঙ্করনায়েকের পরিবারের 52.23 একর কৃষি জমি এবং বাণিজ্যিক ভবন রয়েছে । মোট সম্পত্তির মূল্য 21.06 কোটি টাকা ৷ খয়রাতাবাদের প্রার্থী হিসাবে দানম নাগেন্দরের কাছে থাকা হিরের মূল্য 6.68 কোটি টাকা বলে তিনি হলফনামায় জানিয়েছেন ৷ সেখানে তিনি আরও জানিয়েছেন, তিন কেজি সোনা এবং 54.17 একর কৃষি জমি রয়েছে ৷ ঋণের পরিমাণ 49.55 কোটি টাকা ৷

এআইএমআইএম বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি চন্দ্রায়ণগুট্টা বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন । তিনি হলফনামায় জানিয়েছেন যে তাঁর বিরুদ্ধে মোট ছ’টি মামলা রয়েছে ৷ তাঁর সম্পত্তির পরিমাণ 18.77 কোটি টাকা ৷ এছাড়া তাঁর 5.99 কোটি টাকার ঋণ রয়েছে ৷

তেলেঙ্গানার মাধিরা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন ভট্টিবিক্রমমার্কা ৷ তিনি তাঁর হলফনামায় জানিয়েছেন, তাঁর 8.12 কোটি টাকার সম্পদ রয়েছে এবং কোনও ঋণ নেই । সনতনগর কংগ্রেস প্রার্থী কোটা নীলিমার কাছে 8.01 কেজি সোনার অলঙ্কার ও কয়েন রয়েছে । তিনি হলফনামায় জানিয়েছেন যে রাজস্থানে তাঁর 10.15 একর কৃষি জমি এবং একটি বাড়ি রয়েছে । মোট সম্পত্তির মূল্য 54.75 কোটি টাকা ৷ সাঙ্গারেডি প্রার্থী তূরপু জয়প্রকাশ রেড্ডির হলফনামায় অনুযায়ী, তাঁর বিরুদ্ধে 20টি মামলা রয়েছে । এছাড়া কংগ্রেসের বেশ কয়েকজন প্রার্থী কোটিপতি ৷ কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে ৷

অন্যদিকে ধর্মপুরী অরবিন্দ, যিনি কোরুতলা থেকে বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি হলফনামায় জানিয়েছেন যে তাঁর বিরুদ্ধে 17টি মামলা রয়েছে ৷ তাঁর সম্পত্তির পরিমাণ 107.43 কোটি টাকা ৷

আরও পড়ুন:কেসিআর-এর বিরুদ্ধে প্রার্থী হওয়ার ঘোষণা 100 পোলট্রি চাষির

ABOUT THE AUTHOR

...view details