হায়দরাবাদ, 9 নভেম্বর: তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে ৷ সমস্ত দলের প্রার্থীরাই মনোনয়ন জমা দিতে শুরু করেছেন ৷ সেই মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীরা যে হলফনামা জমা দিয়েছেন, তা থেকে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য ৷ কারও সম্পত্তি যেমন কোটি টাকার উপরে ৷ আবার কারও বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা ৷
কোটিপতিদের তালিকায় রয়েছেন ভারত রাষ্ট্র সমিতির চামাকুরা মাল্লারেড্ডি ৷ যিনি ভোটে লড়ছেন মেদচাল আসন থেকে ৷ তেলেঙ্গানার বর্তমান সরকারের শ্রমমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ 95.95 কোটি টাকা ৷ সম্পত্তির বিবরণ দিতে গিয়ে তিনি জানিয়েছেন যে সুরারাম, কান্দলাকোয়া, ধুলাপল্লী, জেদিমেতলা, গুন্ডলা পোচাম্পালি এবং গুন্ডলা পোচারাম গ্রামে তাঁর কৃষি জমি রয়েছে ৷
এছাড়া মাইসাম্মাগুড়া, ফিরোজগুড়া, বোইনপল্লি, কোম্পালি, আবিডসে তাঁর বাণিজ্যিক ভবন রয়েছে । অথচ তাঁর হাতে কোনও নগদ অর্থ নেই ৷ এমনকী, তাঁর নিজের নামে কোনও গাড়িও নেই ৷ বিভিন্ন ব্যাংকে তাঁর সাড়ে সাত কোটি টাকার ঋণ রয়েছে বলে তিনি জানিয়েছেন ৷
এই রাজ্যের আরেক মন্ত্রী ও বিআরএস-এর গাঙ্গুলা কমলাকার করিমনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ তিনি হলফনামায় জানিয়েছেন যে তাঁর সম্পত্তির পরিমাণ 34.08 কোটি টাকা ৷ অনেক প্রতিষ্ঠানে তাঁর ব্যবসায়িক অংশীদারিত্ব রয়েছে ৷ স্ত্রীর নামেও স্থাবর-অস্থাবর সম্পত্তি রয়েছে ৷ তাঁর ঋণের পরিমাণ 50.63 লক্ষ টাকা ৷
তেলেঙ্গানার শাসক দলের আরেক প্রার্থী মারি জনার্দন রেড্ডি সেখানকার নাগারকরনুল থেকে প্রার্থী হয়েছেন ৷ তাঁর সম্পত্তির পরিমাণ 112.23 কোটি টাকা । কান্দালা উপেন্দর রেড্ডি, যিনি পালেরুর প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি 89.57 কোটি টাকার সম্পদ থাকার কথা হলফনামায় জানিয়েছেন ৷ তাঁর স্ত্রীর নামে 82 লক্ষ টাকার শেয়ার রয়েছে বলে জানা গিয়েছে ।