পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জোরহাটে নারীপাচার রুখে দিল পুলিশ, রাতের বাস থেকে উদ্ধার 7 কিশোরী

Woman Trafficking in Assam: অসমের জোরহাটে নারীপাচার রুখে দিল পুলিশ ৷ বুধবার রাতের বাস থেকে উদ্ধার করা হয়েছে সাতজন কিশোরীকে ৷

Woman Trafficking in Assam
জোরহাটে নারীপাচার রুখে দিল পুলিশ

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2023, 12:20 PM IST

জোড়হাট, 23 নভেম্বর:অসমে নারীপাচারের ছক ভেস্তে দিল পুলিশ ৷ বুধবার রাতে জোরহাটের একটি বাস থেকে উদ্ধার করা হয়েছে সাতজন নাবালিকাকে ৷ এক মাংসবিক্রেতার ফাঁদে পড়ে রাজ্যের বাইরে পাড়ি দিয়েছিল তারা ৷ গোপন সূত্রে খবর পেয়ে তাদের উদ্ধার করে পুলিশ ৷

উল্লেখ্য, মানব পাচারের ঘটনা ক্রমে বাড়ছে অসমে । এক কথায় অসম ধীরে ধীরে মানব পাচারের 'হাব' হয়ে উঠেছে । দারিদ্র্যের সুযোগ নিয়ে, কর্মসংস্থানের প্রলোভন দিয়ে বা কিশোর-কিশোরীদের অপহরণ করে, হয় রাজ্যের কিশোরী এবং যুবতীদের অন্য রাজ্যে বিক্রি করে দেওয়া হচ্ছে, অথবা তাঁদেরকে অপরাধমূলক বা কুরুচিকর কোনও কাজে জোর করে লিপ্ত করা হচ্ছে ৷ এই ধরনের ঘটনার সংখ্যা বেড়েই চলেছে ।

এমনই একটি ঘটনা প্রকাশ্যে আসে বুধবার ৷ বুধবার রাতের একটি বাস থেকে উদ্ধার করা হয় সাতজন নাবালিকাকে ৷ গোপন তথ্যের ভিত্তিতে জোরহাটের পুলিশ সুপারের নেতৃত্বে একটি দল বুধবার রাতে জোরহাটের জাতীয় সড়কে তল্লাশি চালায় ৷ তখনই গুয়াহাটির দিকে যাওয়া 'এআর 01 এম7945' নম্বরের দীপ ট্রাভেলসে একটি রাতের বাস থেকে সাতজন কিশোরীকে উদ্ধার করে পুলিশ । অরুণাচল প্রদেশের নামসাই থেকে আসছিল সেই বাস ৷

জানা গিয়েছে, পিঙ্কি কর্মকার নামে এক মহিলা ওই কিশোরীদের সঙ্গে নিয়ে যাচ্ছিল । রূপরেখা শর্মা নামে আরেকজন মহিলা ওই কিশোরীদের রাতের বাসের টিকিট বুক করেছিলেন বলে জানিয়েছে কিশোরীরা । তাদের বয়ানের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আপাতত পিঙ্কি কর্মকারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এর পেছনে মানব পাচার চক্রের হাত রয়েছে । আরও জানা যায়, ওই কিশোরীদের পরিবারকে প্রলুব্ধ করে কিশোরীদের রাজ্যের বাইরে পাঠানোর মতলব ছিল পাচারকারীদের । তবে পুলিশ এ ব্যাপারে এখনও কোনও বিবৃতি দেয়নি ৷

আরও পড়ুন:

  1. মানব পাচারের তদন্তে বারাসতে এনআইএ, ব‍্যবসায়ীর ফ্ল্যাট থেকে মিলল নগদ 15 লক্ষ
  2. চাকরির লোভ দেখিয়ে পাচার থাইল্যান্ড হয়ে মায়ানমার, সরকারি উদ্যোগে চেন্নাই ফিরলেন 13 প্রতারিত

ABOUT THE AUTHOR

...view details