পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Assam CM Salms Rahul Gandhi: 'পাকিস্তানের হারে মুষড়ে পড়েছেন', রাহুলকে তীব্র কটাক্ষ হিমন্তর - পরিবারতন্ত্র নিয়েও রাহুল গান্ধিকে বিঁধেছেন হিমন্ত

ভারত-পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচে ভারতের জয়ে সোশাল মিডিয়ায় কোনও উচ্ছ্বাস প্রকাশ করেননি রাহুল গান্ধি ৷ তাতেই বেজায় চটলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷

ETV Bharat
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও প্রাক্তন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2023, 2:43 PM IST

গুয়াহাটি, 18 অক্টোবর: রাহুল গান্ধির রাজনৈতিক জ্ঞান শূন্য ৷ এভাবেই সোনিয়া পুত্রকে কটাক্ষ করেছেন অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷ তবে এই সমালোচনার মাঝে রয়েছে দায়ী ভারত-পাকিস্তান ম্যাচ ৷ এই ম্যাচে ভারত জয়ী হলেও পাকিস্তানের কোনও সমালোচনা করেননি কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ৷ আর তাতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ৷

গুয়াহাটিতে সাংবাদিকদের তিনি বলেন, "14 অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচে পাকিস্তান হেরেছে ৷ বিশ্বকাপের ম্যাচগুলিতে ভারতের এই জয় নিয়ে রাহুল গান্ধি কোনও টুইট পর্যন্ত করেননি ৷ তিনি পাকিস্তানের পরাজয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন ৷"

এই ঘটনায় হিমন্ত বিশ্বশর্মা আরও উল্লেখ করেন, কংগ্রেস, রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি বঢরা মনে করেন, ভারতের চিরশত্রুকে হারানো মানেও বিজেপির জয় ৷ তাই তারা দেশের ক্রিকেট দলের জয়ে কোনও উদযাপন করেনি ৷ উত্তর-পূর্বের রাজ্যের এই মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, কংগ্রেস ছোটখাটো ঘটনাকে বেশির ভাগ সময়েই বড় করে দেখায় ৷ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যদি কোনও অপ্রীতিকর ঘটনা ঘটত, তাহলে সেটাকে একটা বিশাল ইস্যু বানিয়ে ফেলত কংগ্রেস ৷ এদিকে ভারতের জয় নিয়ে তাদের কোনও উচ্ছ্বাস নেই ৷

7 অক্টোবর থেকে ইজরায়েলে আচমকা হামলা করে হামাস ৷ এরপরে পালটা যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল ৷ এই নিয়ে তোলপাড় বিশ্ব ৷ এই নিয়েও রাহুল গান্ধি কোনও প্রতিক্রিয়া দেননি ৷ না তো তিনি হামাস গোষ্ঠীর তীব্র সমালোচনা করেছেন ৷ তাতেও বেজায় চটেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ বলে পরিচিত হিমন্ত ৷ তাঁর অভিযোগ, রাহুল গান্ধি বা তাঁর দল- কেউই হামাসের সমালোচনায় উৎসাহ প্রকাশ করেননি ৷

এছাড়া পরিবারতন্ত্র নিয়েও রাহুল গান্ধিকে বিঁধেছেন হিমন্ত বিশ্বশর্মা ৷ তিনি বলেন, "পরিবারতন্ত্রের রাজনীতির মানেটা রাহুল গান্ধির জানা উচিত ৷ অমিত শাহের ছেলে কিন্তু বিজেপি দলে নেই ৷ এদিকে রাহুলের গোটা পরিবারটাই তো কংগ্রেসে ৷ আজ তিনি (রাহুল গান্ধি) সবকিছুর সমালোচনা করছেন ৷ কিন্তু তাঁর জানা উচিত যে তিনিই সবকিছুর মূলে রয়েছেন ৷"

এ প্রসঙ্গে হিমন্ত রাজনাথ সিংয়ের ছেলের উদাহরণ তোলেন ৷ তিনি বলেন, "রাজনাথ সিংয়ের ছেলে ইউপিতে একজন সাধারণ বিধায়ক ৷ প্রিয়াঙ্কা গান্ধি যেভাবে কংগ্রেসকে নিজের হাতের নিয়ন্ত্রণ করে, রাজনাথ সিংয়ের ছেলে পঙ্কজ সিং কি সেভাবে বিজেপিকে পরিচালনা করে ?" মঙ্গলবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি পরিবারতন্ত্র নিয়ে বিজেপিকে আক্রমণ করেন ৷ তিনি অমিত শাহের ছেলে কী করছে, সেই প্রশ্ন তোলেন ৷

আরও পড়ুন: তেলেঙ্গানায় নির্বাচনী প্রচারে রাহুল-প্রিয়াঙ্কা, বুধে যাবেন রামাপ্পা মন্দিরে

ABOUT THE AUTHOR

...view details