যোধপুর, 25 নভেম্বর: কেরালার মতো এবার রাজস্থানেও নির্বাচনী মিথ ভেঙে যাবে ৷ এমনটাই মনে করেন সেখানকার মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের হেভিওয়েট নেতা অশোক গেহলত ৷ শনিবার তাঁর রাজ্য়ে বিধানসভা নির্বাচন ছিল ৷ এ দিন যোধপুরে নিজের ভোটাধিকার প্রয়োগ করার পর তিনি জানিয়েছেন যে ওই ভোটে কংগ্রেসই জিতবে ৷
যদিও রাজস্থানে একই দলের পর পর দু‘টি নির্বাচনে জিতে সরকার গড়ার নজির নেই ৷ গেহলতের মতে, সেই নজির এবার তৈরি হবে ৷ যেমন কেরালায় হয়েছিল ৷ সেখানে সিপিএম টানা দু’বারের জন্য ক্ষমতায় এসেছিল ৷ 40 বছররের মধ্যে প্রথমবার কেরালায় কোনও দল পরপর দু‘বার রাজ্যের ক্ষমতায় থাকতে পেরেছিল ৷
রাজস্থানে যে প্রতিষ্ঠান বিরোধিতা রয়েছে, সেকথা কংগ্রেসের এই নেতা স্বীকার করে নিয়েছেন ৷ তার পরও তাঁর মনে হয় রাজস্থানের মানুষ কংগ্রেসকে ভোট দেবেন ৷ তাঁর কথায়, কোভিড প্যানডেমিকের সময় ভালো কাজ করার জন্য কেরালায় পর পর দু’বার সিপিএম ক্ষমতায় এসেছে ৷ সেই রকম তাঁর সরকারের ভালো কাজের জন্য মরুরাজ্য়ের মানুষ আবার কংগ্রেসকেই ভোট দেবেন ৷
তাঁর আরও দাবি, এবারের ভোটের প্রচারে কংগ্রেস উন্নয়নের কথা বলেছে ৷ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে বিজেপির সব নেতারাই উস্কানিমূলক ভাষণ দিয়েছে ৷ মানুষ সেটা বুঝতে পেরেছে ৷ তাই নির্বাচনী মিথ ভেঙে ওই রাজ্যে আবার কংগ্রেসই ক্ষমতায় আসবে ৷
একই সঙ্গে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে তিনি দাবি করেন, গত পাঁচ বছরে রাজস্থানে তাঁর সরকারকে ফেলার চেষ্টা বারবার করেছে ৷ কিন্তু সফল হয়নি ৷ তাঁর দাবি, এছাড়া বিজেপি নেতাদের গত পাঁচ বছরে রাজস্থানে একবারও দেখা যায়নি ৷ ভোটের সময় তাঁদের উদয় হয়েছে ৷ ভোট মিটলে তাঁদের আর দেখা যাবে না ৷
কংগ্রেস যদি ফের রাজস্থানে ক্ষমতায় আসে, তাহলে কি অশোক গেহলতই কি আবার মুখ্যমন্ত্রী হবেন ? এই প্রশ্নের উত্তর অবশ্য সরাসরি দেননি তিনি ৷ বরং জানিয়েছেন, কংগ্রেসের রীতি হল প্রথমে নির্বাচিত বিধায়করা তাঁদের পছন্দের নেতা বেছে নেবেন ৷ তার পর কংগ্রেসের হাইকমান্ড সিদ্ধান্ত নেবেন যে কাকে মুখ্যমন্ত্রী পদে বসানো হবে ৷
আরও পড়ুন:
- 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশের প্রত্যেক নাগরিক পছন্দ করেন', রাজস্থান নির্বাচনে বললেন রাজ্যবর্ধন
- 'বিজেপি এলে আমাদের প্রকল্পগুলি বন্ধ হবে', ভোটের রাজস্থানে শঙ্কিত গেহলত! শুভেচ্ছা বার্তা মোদির
- রাহুলকে শো'কজ কমিশনের ! 'পনৌতি' ও 'পকেটমার' শব্দে দোষ দেখছে না কংগ্রেস