নাসিক, 5 এপ্রিল : প্রথম দফার লকডাউনের রেশ এখনও পুরোপুরি কাটেনি ৷ সদ্য় পেরোল লকডাউনের এক বছর ৷ এবার ফের আরও একবার লকডাউন হতে পারে মহারাষ্ট্রে ৷ ওই আশঙ্কায় এবারও ফের বাড়ি ফিরে আসছেন ভিনরাজ্য়ের শ্রমিকরা ৷ একই দৃশ্য় দেখা যাচ্ছে মুম্বইয়ের রাস্তায় ৷
লকডাউন উঠতে শুরু করার পর থেকেই ফের কাজে ফিরতে শুরু করেছিলেন শ্রমিকরা ৷ অনেকেই মুম্বই, নাসিক সহ বেশ কিছু এলাকায় কাজে যোগ দিয়েছিলেন ৷ এমনকী বাংলার অনেক শ্রমিকও গিয়েছিলেন সেখানে ৷ তাঁরাও ফিরে আসছেন রাজ্য়ে ৷
উত্তরপ্রদেশের কানপুর থেকে নাসিকে কাজের উদ্দেশে গিয়েছিলেন রোশনকুমার সিং ৷ তাঁর পরিবার সহ তিনি সেখানে থাকতেন ৷ লকডাউনের পর কাজে যোগ দিলেও তিনি ফের বাড়ি ফিরে যাচ্ছেন ৷ তিনি জানিয়েছেন, ফের লকডাউন হলে ভীষণ সমস্য়ায় পড়বেন তিনি ও তাঁর পরিবারের সদস্য়রা ৷ সেকারণে নিজের বাড়িতেই ফিরছেন তিনি ৷