ভাবনগর (গুজরাত), 30 অক্টোবর:শুধুমাত্র গুজরাতে কেন ? বিজেপি তো চাইলে সারা দেশেই অভিন্ন দেওয়ানি নীতি (Uniform Civil Code) বলবৎ করতে পারে ৷ সেটা করছে না কেন ? রবিবার এই প্রশ্ন তুলে সরব হলেন আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ৷ উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে শনিবারই গুজরাতের স্বরাষ্ট্র মন্ত্রী হর্ষ সাংভি (Harsh Sanghavi) ঘোষণা করেন, রাজ্য়ে অভিন্ন দেওয়ানি নীতি চালু করার জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে গুজরাত সরকার ৷
এই ঘোষণার পরই অভিন্ন দেওয়ানি নীতি প্রবর্তন নিয়ে প্রশ্ন তোলেন এআইএমআইএম-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi) ৷ আর এবার একই ইস্যুতে সরব হলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ তাঁর প্রশ্ন, "সারা দেশে কেন অভিন্ন দেওয়ানি নীতি আনছে না বিজেপি ?" এর উত্তরও অবশ্য কেজরিওয়াল নিজেই দিয়েছেন ৷ তিনি বলেন, "বিজেপি-র উদ্দেশ্য ভালো নয় ৷ সংবিধানের 44 নম্বর ধারায় স্পষ্ট লেখা আছে, অভিন্ন দেওয়ানি নীতি প্রণয়নের দায়িত্ব সরকারের ৷ তাই সরকারকেই অভিন্ন দেওয়ানি নীতি তৈরি করতে হবে ৷"
আরও পড়ুন:প্রতিকূলতা পিছনে ফেলে এগিয়ে যেতে হবে, ভূস্বর্গের যুবসমাজকে বার্তা মোদির