পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিজেপিতে যোগ দিলেন ‘রাম’ - arun govil joins bjp

এবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন ‘রাম’ ৷ তবে তাঁর আসল নাম অরুণ গোভিল ৷ তবে কয়েক দশক আগে দূরদর্শনে ‘রাম’-এর চরিত্রে অভিনয় করে হইচই ফেলে দিয়েছিলেন ৷ সেই সময় থেকে এখনও পর্যন্ত অনেকেই তাঁকে ‘ভগবান রাম’ বলেই মনে করেন ৷

বিজেপিতে যোগ দিলেন ‘রাম’
বিজেপিতে যোগ দিলেন ‘রাম’

By

Published : Mar 18, 2021, 5:23 PM IST

নয়াদিল্লি, 18 মার্চ : এবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন ‘রাম’ ৷ তবে তাঁর আসল নাম অরুণ গোভিল ৷ তবে কয়েক দশক আগে দূরদর্শনে ‘রাম’-এর চরিত্রে অভিনয় করে হইচই ফেলে দিয়েছিলেন ৷ সেই সময় থেকে এখনও পর্যন্ত অনেকেই তাঁকে ‘ভগবান রাম’ বলেই মনে করেন ৷

বৃহস্পতিবার বিকেলে নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে প্রার্থী তালিকা ঘোষণা করার জন্য সাংবাদিক বৈঠক করেন দলের নেতারা ৷ ওই সাংবাদিক বৈঠক শুরু হওয়ার আগে বিজেপির তরফে ঘোষণা করা হয় যে বর্ষীয়ান এই অভিনেতা যোগদান করতে চলেছেন ৷ তার পর তাঁকে দলে স্বাগত জানানো হয় বিজেপির তরফে ৷ তখনে সেখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির দেবশ্রী চৌধুরী ৷

আরও পড়ুন :দিদি বলে খেলা হবে, বিজেপি বলে বিকাশ হবে: পুরুলিয়ায় কটাক্ষ মোদির

উল্লেখ্য, ‘জয় শ্রীরাম’ই বিজেপির অন্যতম স্লোগান ৷ বিশেষ করে রামমন্দির আন্দোলনকে কেন্দ্র করেই জাতীয় তথা বিভিন্ন রাজ্যের রাজনীতিতে বিজেপির শক্তিবৃদ্ধি হয়েছে ৷ ফলে অভিনয়ের সূত্র ধরে তাঁকেই রাম হিসেবে চেনেন অনেকে ৷ তাই তাঁর যোগদান যথেষ্ট তাৎপূর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷ এদিন যোগদানের পর অরুণ গোভিল নরেন্দ্র মোদির নানা প্রশংসা করেন ৷

ABOUT THE AUTHOR

...view details