পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রখ্যাত শিল্পী ইতিহাসবিদ বিএন গোস্বামীর জীবনাবসান

BN Goswamy Passes Away: প্রখ্যাত শিল্পী ইতিহাসবিদ বিএন গোস্বামী প্রয়াত হলেন ৷ শুক্রবার চণ্ডীগড়ে তাঁর জীবনাবসান হয় ৷

BN Goswamy Passes Away
বিএন গোস্বামীর জীবনাবসান

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2023, 6:04 PM IST

নয়াদিল্লি, 17 নভেম্বর: প্রখ্যাত শিল্পী ইতিহাসবিদ তথা লেখক বিএন গোস্বামীর জীবনাবসান ৷ শুক্রবার চণ্ডীগড়ে পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (পিজিআইএমইআর)-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 90 বছর ।

বিএন গোস্বামী ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন বলে সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন তাঁর পারিবারিক বন্ধু তথা নাট্যশিল্পী নীলম মান সিং ৷ তাঁর কথায়, "তাঁর দীর্ঘস্থায়ী অসুস্থতা ছিল না । গত এক মাস ধরে তিনি শ্বাস নিতে সমস্যায় ভুগছিলেন ৷ এর বেশি কিছু ছিল না ৷"

1933 সালে 15 অগস্ট জন্মগ্রহণ করেন বিএন গোস্বামী ৷ পাহাড়ি শৈলীর চিত্রকর্মের জন্য তিনি সর্বাধিক পরিচিত ছিলেন ৷ তাঁর অবদানের জন্য তাঁকে পদ্মশ্রী এবং পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করেছে কেন্দ্রীয় সরকার ৷

শিল্প জগতে বিএনজি নামে পরিচিত ছিলেন তিনি ৷ পাহাড়ি চিত্রকর্ম, ক্ষুদ্র চিত্রকর্ম, কোর্ট পেইন্টার এবং ভারতীয় চিত্রকলার মাস্টারদের বিষয়ে 26টিরও বেশি বই লিখেছেন বিএন গোস্বামী ।

সারগোধায় একজন বিচারকের ছেলে বিএন গোস্বামী ৷ দেশভাগের পর তিনি অমৃতসরে চলে আসেন । তিনি 1954 সালে পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ৷ তারপরে তিনি 1956 সালে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে (আইএএস) যোগ দেন । তিনি শিল্প ও শিল্প ইতিহাসে কর্মজীবনের জন্য চাকরি ছেড়ে দেন এবং পঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার জন্য ভর্তি হন । চণ্ডীগড়ে পঞ্জাব বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ছাড়াও হাইডেলবার্গ, পেনসিলভানিয়া, ক্যালিফোর্নিয়া, টেক্সাস এবং জুরিখ-সহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর ছিলেন বিএন গোস্বামী ।

তাঁর স্ত্রী করুণা গোস্বামীও একজন শিল্প ইতিহাসবিদ ছিলেন । তিনি 2020 সালে প্রয়াত হন । মালবিকা নামে তাঁদের এক কন্যা রয়েছে ।

বিএন গোস্বামীর পারিবারিক বন্ধু নীলম মান সিং পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে এমন একজন ব্যক্তি হিসেবে স্মরণ করেন যিনি একজন উল্লেখযোগ্য ও মহান শ্রোতা ছিলেন । নীলম মান সিং-এর কথায়, "তিনি আমার শিল্প ইতিহাসের শিক্ষক ছিলেন । আমি তাঁর নম্র আচার-ব্যবহারে মুগ্ধ হয়েছিলাম এবং তিনি একজন দুর্দান্ত শ্রোতা ছিলেন । আমি শিল্প ইতিহাসের ধারণায় সত্যিই মুগ্ধ হই । তিনি খুব স্পষ্টবাদী ছিলেন এবং কীভাবে ক্ষুদ্রাকৃতির চিত্রকর্ম তৈরি করা হয়, কীভাবে আধুনিকতা কাজ করে তা দেখার জন্য আমার চোখ তৈরি করে দিয়েছিলেন তিনি ৷ তাঁর স্ত্রী আমার বড় বোনের মতো ছিলেন ।"

আরও পড়ুন:

  1. বিরলতম ! গর্ভেই মৃত প্রথম ভ্রূণ, 125 দিন পর দ্বিতীয় শিশুর জন্ম বর্ধমান মেডিক্যালে
  2. গার্ড অফ অনারে শেষকৃত্য সম্পন্ন নির্মলা বন্দ্যোপাধ্যায়ের

ABOUT THE AUTHOR

...view details