খাটিমা (উত্তরাখণ্ড), 18 এপ্রিল: মঙ্গলবার ভোররাতে উত্তরাখণ্ডে উলটে গেল তীর্থযাত্রী বোঝাই বাস ৷ এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 29 জন ৷ ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের রুদ্রপুর জেলার চাকরপুর বাইপাসে ৷ সকল তীর্থযাত্রীরা বাসে করে টনকপুর পূর্ণগিরি ধাম দর্শন করতে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে । আহত সকলকে খাটিমা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ৷ তাদের মধ্যে একজন দর্শনার্থীর অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে অন্য হাসপাতালে রেফার করেছেন চিকিৎসকরা । জানা গিয়েছে, বাসে মোট 57 জন যাত্রী ছিল ৷ যার মধ্যে 50 জন প্রাপ্তবয়স্ক এবং 7 জন শিশু ।
সূত্রের খবর, সিতারগঞ্জ থেকে বাসটি পূর্ণগিরি ধামের দিকে যাচ্ছিল ৷ তীর্থযাত্রী বোঝাই ওই বাস চাকরপুর বাইপাসের কাছে দুর্ঘটনার কবলে পড়ে । দুর্ঘটনায় আহত 29 জনকে স্থানীয় লোকজন খাটিমা মহকুমা হাসপাতালে ভরতি করেন ৷ সেখানে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা । চালকের বিরুদ্ধে মদ্যপান করে গাড়ি চালানোর অভিযোগ করেছেন বাসে থাকা যাত্রীরা ।